দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ সাভার রানা প্লাজায় ভয়ংকর ধ্বস নামার দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও শুক্রবার সেখান থেকে পথশিশুরা পুরোনো লোহা কুড়াতে গিয়ে মৃত মানুষের মাথার খুলী এবং হাড়গোড় উদ্ধার করে পুলিশকে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে সাভারের রানা প্লাজার ধ্বংস স্থুপে কয়েকজন পথশিশু যাদের নাম জিয়াদ, আক্তার, বাবু মিলে পুরোনো লোহা খুঁজতে গেলে সেখানে তারা একটি জ্যাকেট খুঁজে পায়, জ্যাকেটটি একটি দেয়ালের নিচে চাপা ছিল ফলে সেটি টেনে আনতেই সাথে হাড়গোড় এবং মাথার খুলী বেরিয়ে আসে। ঐ লাশের জ্যাকেটে একটি মোবাইল ফোন এবং আইডি কার্ড পাওয়া গেছে, আইডি কার্ডে নাম লিখা ছিল মোহাম্মদ ওবায়দুর। যে নিউ ওয়েব বটম কারখানায় সুইন সহকারী হিসেবে রানা প্লাজার তৃতীয় তলায় কাজ করত।
শামিম নামের আরেকজন রানা প্লাজার বেজমেন্ট থেকে পানিতে ভাসতে থাকা একটি খুলী উদ্ধার করে। সে খুলীটি পুলিশকে হস্তান্তর করেছে।
সারা দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে বর্তমানে ধ্বংস প্রাপ্ত রানা প্লাজাতে কোন রকম পুলিশি টহল বা ক্যাম্প নেই। ফলে সেখানে কোন রকম নিরাপত্তাও নেই।
এদিকে রানা প্লাজার যায়গার সামনে এখনও অনেক স্বজন প্রতিদিন নিজেদের স্বজনদের খুঁজে পেতে ভিড় জমাচ্ছেন। তাদের দাবী তাদের ডিএনএ টেস্টে এখনও তাদের স্বজনদের পাওয়া যায়নি সুতরাং এই ধ্বংস স্থুপের নিচে এখনও তাদের স্বজনদের লাশ রয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে ঘটনা স্থল থেকে হাড়গোড় এবং অন্যান্য আলামত পুলিশের হেফাজতে রাখা হয়েছে, কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ পেলে বাকী ব্যবস্থা নেয়া হবে।