দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচার ও রায় পর্যায়ক্রমে কার্যকর করা হবে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামীলীগের মিরপুরে শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধের বেদিতে প্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় সৈয়দ আশরাফ এ মন্তব্য করেন।
সৈয়দ আশরাফ দৃঢ়াতর সঙ্গে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এই রায় কার্যকর করা সম্ভব। যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর করা হবে। যারা দেশের বাইরে পালিয়ে আছেন তাদেরও দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে।
সৈয়দ আশরাফ বলেন, অনেকেই মন্তব্য করেছিল এই সরকার রায় কার্যকর করবে না। কিন্তু আওয়ামীলীগের সরকার সে কথাকে মিথ্যা বলে প্রমাণিত করেছে। তিনি বলেন, কাদের মোল্লার ফাঁসি হয়েছে তাই আজকের বুদ্ধিজীবি দিবসটা একটু অন্যরকম।