দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জয়পুরহাটে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশ, র্যাব ও বিজিবির সঙ্গে সংঘর্ষে ২ জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে।
কিছুক্ষণ আগে (সাড়ে ৪টায়) জয়পুরহাটে জামায়াত-শিবিরের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। শহরে চরম উত্তেজনা বিরাজ করছে।
দিনাজপুরে সংঘর্ষের জের ধরে জামায়াত-শিবির জয়পুরহাট পুরানাপুল কৃষি ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা করা হলে পুলিশ, র্যাব ও বিজিবির সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাধে। পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস ব্যবহার করে। পরে পরিসি’তি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গুলি চালানো হয়। এ সময় ওই ঘটনায় বহু গুলিবৃদ্ধ হয়। ঘটনাস’লে ২ জনের মৃত্যু ঘটে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
এঘটনার পর শহরের বাটার মোড়ে দুটি মোটর সাইকেল ও একটি ভ্যানে আগুন দেয় জামায়াত-শিবির কর্মীরা। এরপর শহরের আশে পাশের দুর্গাপুর, পল্লী বিদ্যুৎ, তেতুল তলিসহ বিভিন্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে।
আপডেট:
শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃংখলা বাহিনী সতর্ক রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। জামায়াত শিবির ২ জনের কথা বললেও সরকারি সূত্রে ১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।