The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

দক্ষিণ আমেরিকায় দশ হাজার পাঁচশ বছর পুরনো মানুষের পদচিহ্ন আবিষ্কার

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ দক্ষিণ আমেরিকার Cuatro Cienegas অববাহিকায় প্রথম পাওয়া যায় ১৯৬১ সালে, বর্তমানে এই পায়ের ছাপের বিষয়ে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন এটি কোন সময়ের এবং মানুষের পায়ের ছাপ তাও নির্দিষ্ট করেছেন।


o-FOOTPRINT-570

বিজ্ঞানীরা জানিয়েছেন আজ থেকে প্রায় দশ হাজার পাঁচশ বছর আগের Coahuiltecans দলের শিকারি মানুষের পায়ের ছাপ এটি। এটি Cuatro Cienegas অববাহিকায় যা মেক্সিকোর Chihuahuan মরুভূমির খুব কাছে অবস্থিত সেখান থেকে উদ্ধার হয়। বর্তমানে এটি জমানো পাথরে প্রতিরূপ নিয়ে মেক্সিকোর একটি যাদুঘরে রাখা হয়েছে।

সদ্য আবিষ্কার হওয়া এই পদচিহ্ন সবচেয়ে পূরোনো পদচিহ্ন নয়, এর আগে দক্ষিণ আমেরিকাতে প্রায় ১৩ হজার বছর পুরোনো পদচিহ্ন পাওয়া গিয়েছে।

England’s Durham বিশ্ববিদ্যালয়ের শিক্ষক Dr. Nicholas J. Felstead বলেন, আমরা এর আগে ২০০৬ সালেও আমরা এই পদচিহ্ন ঠিক কবে কার এবং এর বিস্তারিত আবিষ্কারের চেষ্টা করে বিফল হই।”

তিনি আরও বলেন, আবিষ্কৃত হওয়া পদচিহ্ন যে মানুষের সেই বিষয়ে ১০০ ভাগ নিশ্চিত হওয়া গেছে কারণ সেখানে পরিষ্কার মানুষের আঙুল এবং পায়ের অন্য সব আকৃতি দৃশ্যমান।

এই পদচিহ্ন উদ্ধার করার সময় থেকেই এখন calcium carbonate সমৃদ্ধ পেস্ট দিয়ে আকৃতিগত সংরক্ষণ নিশ্চিত করা হয়েছে। এদিকে সদ্য আবিষ্কৃত এই অতি প্রাচীন পদচিহ্ন থেকে এটি বুঝা যাচ্ছে সেই আদিম যুগেও মানুষ মরুভূমিতে বসবাস করত!

oa-FOOTPRINT-570

বিশেষজ্ঞরা বলেন, পদচিহ্ন যে যায়গায় পাওয়া গেছে সেটি আজ থেকে অনেক সময় আগে পানির আধার ছিল, সেখানে মানুষ সহ অন্যান্য প্রাণীরা বসবাস করত, তবে সেখানে ভুপ্রাকৃতিক পরিবর্তনের ফলে ধীরে ধীরে মরুভূমি হয়ে যায় এবং পরবর্তীতে শিকারি প্রাণী হিসেবে মানুষ সেখানেও আধিপত্য বিস্তার করে, সদ্য পাওয়া এই পদচিহ্ন সেই মানুষেরই।

সূত্রঃ Huffingtonpost
বিশেষ ধন্যবাদঃ Thedailybeast

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali