The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

ভূমিকম্পরোধক বিছানা-ঘর আবিষ্কার! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নানা আবিষ্কারের মধ্যে এবার নতুন এক আবিষ্কারের খবর পাওয়া গেলো। এবার আবিষ্কার করা হলো ভূমিকম্পরোধক বিছানা। ভূমিকম্পে বাড়িটি ভেঙ্গে গেলেও ছোট্ট বিছানা-ঘরটিতে বেশ সুরক্ষিতই থাকা যাবে!

Earthquake-proof bed in house

ভূমিকম্প হলো প্রাকৃতিক বিপর্যয়ের একটি বড় বিপর্যয়। এই বিপর্যয় হতে বাঁচাবে এমন একটি বিছানা আবিষ্কারের কথা বললেন চীনের আবিষ্কারক উ উয়েনশি।

উ উয়েনশি উদ্ভাবিত ভূমিকম্প নিরোধক বিছানা যে কাওকে সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি দিচ্ছে। যদি ভূমিকম্পে বাড়িটি ধসেও পড়ে, তবুও ছোট্ট বিছানা-ঘরটিতে বেশ সুরক্ষিতই থাকতে পারবেন।

দ্য টেলিগ্রাফের এক খবরে উদ্বৃত করে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, যখন ভূমিকম্প আঘাত হানবে, তখন উ উয়েনশি উদ্ভাবিত এই বিছানার স্প্রিংগুলো কাজ শুরু করে দেবে। তখন আপনাকে একটি সুরক্ষিত স্থানে নিয়ে যাবে, যেটা অনেকটা ছোট্ট ঘরের মতো। উদ্ধারকর্মীরা আপনাকে নিরাপদে সরিয়ে না নেওয়া পর্যন্ত আপনি সেখানে বসে অপেক্ষা করতে পারবেন!

Earthquake-proof bed in house-2

খবরে আরও বলা হয়েছে, উ উয়েনশি ২০১০ সালে এরকম বিছানার নকশা করেন। তবে এতো দিন তা প্রকাশ করেননি তিনি। সম্প্রতি এর একটি গ্রাফিক্স ভিডিও ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ায় এটি নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।

ওই ভিডিওচিত্রটিতে দেখা যায় যে, ওই বিছানার নিচে একটি জায়াগায় খাবার পানি, টিনজাত খাবারসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রাখা রয়েছে, যা ছোট এই ধাতব কফিনে আপনাকে জীবিত রাখতে সহযোগিতা করবে। যতদিন পর্যন্ত আপনাকে কোনো উদ্ধারকর্মী খুঁজে না পায়, ততদিন আপনি সুরক্ষিত থাকতে পারবেন ওই স্থানেই!

Earthquake-proof bed in house-3

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উ উয়েনশি আগেই বলেছিলেন, ‘উয়েনশিয়ান ও ইয়োচুতে ভূমিকম্পে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। তাই আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় চিন্তা করি। আমি এমন কিছু উদ্ভাবন করবো, যেটি প্রাণহানি কমাতে পারে।’

উল্লেখ্য, এই ধরনের বিছানা-ঘর ইট-কংক্রিট দিয়ে বানানো কম উচ্চতার ভবন কিংবা বাংলো বাড়ির জন্য উপযুক্ত বলেও মনে করেন চীনের এই উদ্ভাবক উ উয়েনশি।

দেখুন ভিডিওটি
https://www.youtube.com/watch?v=RI3pz5p6l24

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...