দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের বিজয়ের ৪২ বছরে এসে প্রায় ৩ লাখ মানুষের সমন্বিত আবেগ জড়িত কণ্ঠে মুখরিত হয়ে উঠে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। এক সাথে এতো মানুষের সমন্বিত কণ্ঠে কোন দেশের জাতীয় সংগীত গাওয়ার এটি একটি বিশ্ব রেকর্ড।
বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ার এই আয়োজন করা হয় ১৬ ডিসেম্বর বিকেল ৪টা ৩১ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে এই আয়োজনের একটি কারণ হল এই সোহরাওয়ার্দী উদ্যানেই ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী আজ থেকে ৪২ বছর আগে বিকেলে ৪টা ৩১ মিনিটে আত্মসমর্পণ করেছিল।
ভোর থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকে অসংখ্য মানুষ, দিন বাড়ার সাথে সাথে মানুষের সংখ্যাও বাড়তে থাকে এক সময় ঘড়ির কাঁটা যখন ঠিক বিকেল ৪টা ৩১ মিনিট তখন সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় ৩ লাখ মানুষ একযোগে গেয়ে উঠে বাংলাদেশের জাতীয় সংগীত, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’
দেশী বিদেশী অনেকেই বিভিন্ন টিভি, মিডিয়াতে দেখেও সরাসরি এই অনুষ্ঠানের সাথে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে উঠেন।
উল্লেখ্য ২০১৩ সালের মে মাসে জাতীয় সংগীতের ক্ষেত্রে সবচেয়ে বেশি মানুষের সমন্বিত কণ্ঠে গাওয়া আগের রেকর্ডটি ১২১,৬৫৩ জন মানুষের কণ্ঠে গাওয়া ভারতীয় জাতীয় সংগীতের। ভারতের Lucknow তে এটি আয়োজন করে সাহারা ইন্ডিয়া পরিবার।
এর আগে বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকার বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ! বিজয়ের ৪২তম বার্ষিকীতে এসেছে বাংলাদেশ এমন অনন্য গৌরব অর্জন করল। বাংলাদেশের সেনাবাহিনী এবং মোবাইল অপারেটর রবির আয়োজনে এই অনুষ্ঠানে প্রাথমিক গণনায় ২৭ হাজার ১১৭ জন মানুষের সমন্বয়ে বিশ্বের সবচেয়ে বড় পতাকা তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। যদিও এখন পর্যন্ত গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ এ বিষয়ে অফিসিয়ালি কোনো বিবৃতি দেয়নি।
ধন্যবাদান্তেঃ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড