দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ Ben Nunery এর স্ত্রী মারা যান ২০১১ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে, রেখে যান ছোট শিশু অলিভিয়াকে, এবার অলিভিয়া বাবাকে নিয়ে মৃত মাকে স্মরণ করে ক্যামেরায় বন্ধী হল ভিন্নধর্মী এক অভিব্যক্তিতে।
বেন এবং আলীর বিয়ে হয় ২০০৯ সালে, বিয়ের ২ বছরের মাথায় আলী মরণ ব্যধি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান, রেখে যান অলিভিয়াকে। তবে আলী বেঁচে থাকতেই বিয়ের কিছুদিনের মাঝেই আলী এবং বেন মিলে নতুন একটি বাড়ি কিনে নেন। বাড়ি কেনার পর আলী সিদ্ধান্ত নেয় সে তাঁর স্বামীর সাথে কিছু ছবি তুলবে যা ভবিষ্যতে তাদের এই সময়টিকে স্মরণীয় করে রাখবে।
যাই হক আলী মারা যাওয়ার ২ বছর পর বেন এবং অলিভিয়া তাদের আগের বাড়ি ত্যাগ করে নতুন বাড়িতে উঠে, তবে পুরোনো বাড়ি ফেলে আসার সময় বেন এবং অলিভিয়া আবার একটি ফটোশুটের আয়োজন করে যেখানে অলিভিয়ার মা বেন এর সাথে ছবি তুলেছিল, আশ্চর্য হলেও সত্যি ছোট্ট অলিভিয়া মায়ের আদলেই সব ক্ষেত্রে ছবিতে ভঙ্গিমা দিয়েছে।
কিছু কিছু ছবি অলিভিয়ার মায়ের সাথে অবিকল মিলেও যায়। চলুন একে একে দেখে নিই আলীকে ছাড়া পিতা কন্যার আবেগের কিছু ছবিঃ











সূত্রঃ Boredpanda