দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে মানুষের জীবন এবং জীবন মান অনেকটাই যান্ত্রিক হয়ে পড়েছে মানুষ কাজে এতোটাই ব্যস্ত থাকে যে সে নিজেই নিজের খেয়াল রাখেনা। গবেষকরা এবার Vigo নামের এমন এক যন্ত্র আবিষ্কার করেছেন যা বলে দেবে আপনি কতটা দুর্বল এবং কখন বিশ্রাম নিতে হবে!
নতুন তৈরি এই ডিভাইস প্রথম কোন যন্ত্র যেটি মানুষের শরীরে লাগিয়ে রাখা যায় এবং মানুষ যখন দুর্বল বোধ করে এবং ঘুমিয়ে পড়ে তখন এটি সাথে সাথে ভাইব্রেশান এবং নোটিফিকেশন দিয়ে জাগিয়ে দেয়। ব্যক্তিগত ব্যবহারের এই ডিভাইস মূলত ব্যবহারকারীর শরীরের মুভমেন্ট রক্তচাপ নার্ভ ইত্যাদি পর্যালোচনা করে ঠিক করে ঐ ব্যক্তি কাজ করতে করতে দুর্বল হয়ে পড়েছেন কিনা যদি দুর্বল হয়ে পড়েন তবে সাথে সাথে তাঁকে সতর্ক করে দিয়ে বিশ্রামের কথা মনে করিয়ে দেয়।
এদিকে এই ডিভাইসের উদ্ভাবক জানিয়েছে Vigo এর ব্যবহারকারীকে জাগিয়ে রাখতে সক্ষম যখন কোন ব্যবহারকারী দীর্ঘ কাজের প্রভাবে অবচেতন মনেই ঘুমিয়ে পড়েন। এদিকে এক গবেষণায় দেখা গেছে ইংল্যান্ডের ২০ শতাংশ সড়ক দুর্ঘটনা ঘটে দুর্বলতার কারণে গাড়ি চালাতে চালাতেই ঘুমিয়ে পড়ার কারণে!
ডিভাইসের সাথে একটি অ্যাপ্লিকেশান রয়েছে যা স্মার্টফোনে ব্যবহার হয়, এটি আপনাকে রাস্তায় চলার সময় ট্রাফিক লাইটের নিচে যখন গাড়ি চালাবেন তখন কোথায় কোথায় লাল কিংবা সবুজ লাইট আসছে তার বিষয়ে সচেতন করবে!
এই ডিভাইসের ওজন মাত্র ২০ গ্রাম এবং এটি আইফোন এবং এন্ড্রয়েড স্মার্টফোনের মাধ্যমে চলে। এটি স্মার্ট ফোন থেকে ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত হয়। এরই মাঝে এই ডিভাইস বাণিজ্যিক ভাবে উৎপাদন করতে বিনিয়োগ আহ্বান করা হয়েছে Kickstarter এ। ইতোমধ্যে এর ৫০ হাজার ডলারের মাঝে ২৭ হাজার ৬শ৫৪ ডলার বিনিয়োগের অর্থ উঠে এসেছে। সম্পূর্ণ লক্ষ্যমাত্রা পূরণ হলে খুব শীগ্রই ভিগো বাণিজ্যিক উৎপাদনে যাবে।
সূত্রঃ দি ডেইলি মেইল