দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুলিশ নাগরিকের যানমাল নিরাপত্তার দায়িত্ব পালন করে, পৃথিবীর আধুনিক তম দেশ আমেরিকার নিউইয়র্ক শহরের পুলিশ বাহিনীর জন্য এবার তৈরি হচ্ছে আধুনিক সুবিধা সম্বলিত ভবিষ্যতের গাড়ি!
নিউইয়র্কের মত উন্নত শহরের আইন শৃঙ্খলার দায়িত্ব পালন সোজা কথা নয়, সেখানে রয়েছে পৃথিবীর বিখ্যাত সব ভিআইপি ব্যক্তিত্ব এবং গুরুত্বপূর্ণ স্থাপনা এসব কিছুর নিরাপত্তার দায়িত্ব যাদের তাঁরা হচ্ছে নিউইয়র্ক সিটি পুলিশ দপ্তর। সুতরাং এই বাহিনীর জন্য প্রযুক্তির সর্বশেষ সংস্করণ নিয়ে যন্ত্রপাতি ব্যবহার নিশ্চিত হওয়াটাই স্বাভাবিক।
সম্প্রতি নিউইয়র্ক পুলিশ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তাঁরা বেশ কিছু গাড়ি বাহিনীতে সংযুক্ত করতে যাচ্ছেন যা আধুনিক প্রযুক্তিতে পরিপূর্ণ থাকবে। এসব গাড়িতে রাস্তায় চলার সময়ে সামনে থাকা গাড়ির নাম্বার প্লেট এবং এর রেজিস্ট্রেশন যাচাই করা যাবে।
আধুনিক ব্যবস্থা হিসেবে এসব গাড়িতে থাকবে পরিবেশ দূষণ পরিমাপক যন্ত্র। এবং আরও অনেক আধুনিক ব্যবস্থা। এসব গাড়ির বিষয়ে নিউইয়র্ক শহরের পুলিশ বিভাগ থেকে বলা হয়ছে তাঁরা ‘NYPD2020′ প্রকল্প নামের একটি প্রজেট হাতে নিয়েছেন এই প্রকল্পের আওতায় ২০২০ সালের মাঝেই নিউইয়র্ক শহরে আধুনিক এসব গাড়ি ব্যবহার করতে দেখা যাবে পুলিশ সদস্যদের।
যদি সত্যি সত্যি এমন আধুনিক ব্যবস্থা নিয়ে আসে নিউইয়র্ক পুলিশ বাহিনী তবে তা নিউইয়র্ক শহরের নিরাপত্তা ব্যবস্থায় আরও অনেক উন্নতি নিয়ে আসবে এবং নিউইয়র্ক পুলিশকে অনুসরণ করে পৃথিবীর অন্যান্য সব বড় শহরের পুলিশ বাহিনী নিজেদের এরূপ আধুনিক ব্যবস্থার আলোকে সাঁজাতে পারবে।
সূত্রঃ দি টেক জার্নাল