দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার বিকেল ৩টা ৩৫ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর মামলাটি খারিজের আদেশ দেন। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ নিয়ে ব্যঙ্গ করা ও জেলার নাম বদলে দেওয়া হবে মর্মে গণমাধ্যমের সামনে ঘোষণা দেওয়ার অভিযোগে মামলা করা হয়।
উল্লেখ্য, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলাটি দায়ের করেন ‘বাংলাদেশ জননেত্রী পরিষদ’-এর সভাপতি এ বি সিদ্দিকী। গোপালগঞ্জবাসীর মানহানি, হুমকি ও দেশে গোলযোগ সৃষ্টির পাঁয়তারার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন তিনি।