দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলা চলচ্চিত্রের মহানায়িকা হিসেবে খ্যাত সুচিত্রা সেনের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ার কারণে তিনি গতকাল কথাও বলেছেন। চিকিৎসকদের ডাকে সাড়া দিয়ে তিনি কথা বলেছেন সোমবার রাতে। এসব তথ্য দিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। চিকিৎসকরা যখন তাঁকে ডাকেন তখন তিনি সাড়া দিয়ে বললেন, ভালো আছি। তাঁকে জিজ্ঞাসা করা হয়, ‘কি খেতে ইচ্ছে করছে, খিচুড়ি খাবেন?’ প্রতিউত্তরে তিনি হ্যাঁ বলেন। চিকিৎসকদের মতে, সুচিত্রা সেনের অবস্থা সংকটজনক হলেও তাঁর অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে এবং স্থিতিশীল রয়েছে।
হাসপাতালে সুচিত্রা সেনের পাশে তাঁর মেয়ে মুনমুন সেন প্রায় সব সময়ই আছেন। রাতে একবার বাড়িতে গেলেও আবার ফিরে এসেছেন। তাঁর অবস্থা ভালো দেখে টিউব খুলে দেওয়া হয়। তাতে তাঁর রক্তে অক্সিজেনের কোন তারতম্য ঘটেনি। যদিও ডাক্তাররা বেশ টেনশনে ছিলেন। তবে তাতে কোন সমস্যা হয়নি সুচিত্রা সেনের। এমনটাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।