দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দাম্পত্য জীবনের ক্ষেত্রে যৌনতা অত্যন্ত স্বাভাবিক বিষয়। সম্প্রতি স্পানিশ নাগরিকদের মধ্যে সংঘটিত হওয়া একটি জরিপে জানা গেছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং বিত্তশালী লোকজন বিশেষ করে মহিলারা যৌন জীবন নিয়ে বেশি সন্তুষ্ট থাকেন।
সমীক্ষায় দেখা গেছে, শতকরা ৯০ ভাগ নারী-পুরুষ যৌন জীবন নিয়ে যথেষ্ট সন্তুষ্ট। ২০০৯ সাল থেকে যৌন সম্পর্কের ওপর বিভিন্ন আর্থসামাজিক কারণগুলির প্রভাব নিয়ে গবেষণা ও জরিপ চলেছে। জরিপে অংশগ্রহণ করেছে ৯,৮৫০ জন স্পেনীয় নাগরিক। যৌন জীবনের সঙ্গে আর্থসামাজিক অবস্থার সম্পর্ক ব্যাখা করতে গিয়ে বার্সেলোনা পাবলিক হেলথ এজেন্সির গবেষকরা জরিপটি চালান।
যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ তারা বিছানায় পরিতৃপ্তি কম পান। বিশেষ করে নারীদের ক্ষেত্রে উপরোক্ত আর্থসামাজিক কারণের বেশি প্রভাব লক্ষ্য করা যায়।এছাড়া গবেষণায় এটাও জানা গেছে – যারা নিজেদের চাহিদার ব্যাপারে সচেতন এবং যৌনতায় নিজেদের দক্ষতা উন্নয়ন ঘটাতে সক্ষম তারা বেশ তৃপ্তিময় যৌনজীবন উপভোগ করেন। স্থায়ী সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে যৌন মিলন বেশি তৃপ্তিদায়ক বলে জানিয়েছেন ৯৬.৫ ভাগ মানুষ।
নিম্নবিত্ত মানুষেরা তাদের আর্থসামাজিক অবস্থার জন্য এক দিকে যেমন যৌন জীবন নিয়ে কম সন্তুষ্ট থাকেন, অন্য দিকে ধনী লোকেরা বিছানায় বেশি সুখী থাকেন – ব্যাপারটিতে বৈষম্যের গন্ধ পাওয়া যায়। তবে বিষয়টি বেশ দুশ্চিন্তার কারণ আমাদের দাম্পত্য জীবনেও অর্থকড়ি বড় ভূমিকা পালন করে।
তথ্যসূত্রঃ নিউজসম্যাক্সহেলথ