দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং আগেই বাজারে এনেছে স্যামসাং Galaxy Gear স্মার্ট ঘড়ি। এবার তারা তৈরি করছে Galaxy Gear 2 ঘড়ি এবং চোখে পরিধান যোগ্য Galaxy Glass!
স্যামসাং তাদের Galaxy Gear স্মার্ট ঘড়ি বাজারে আনার আগে বেশ আলোড়ন সৃষ্টি করলে এটি সেভাবে জনপ্রিয়তার আলোর মুখ দেখেনি। সেই থেকে স্যামসাং আবার নতুন করে ভাবতে শুরু করেছে কিভাবে Galaxy Gear স্মার্ট ঘড়িকে আরও জনপ্রিয় করে তোলা যায় এবং এর আগের সমস্যা সমূহ বের করে নতুন আধুনিক সুবিধা সংযুক্ত করা যায়।
স্যামসাং এবার বানাতে যাচ্ছে Galaxy Gear ২ স্মার্ট ঘড়ি। যাতে থাকছে অত্যাধুনিক ফ্লেক্সিবেল OLED ডিসপ্লে! ইতোমধ্যে জানা গেছে স্যামসাং তাদের নতুন পণ্য Galaxy Gear ২ স্মার্ট ঘড়িতে আধুনিক সব নতুন নতুন বিশিষ্ট সংযুক্ত করতে যাচ্ছে। নতুন প্রজন্মের এই স্মার্ট ঘড়ি বাজারে আসার বিষয়ে স্যামসাং যদিও কিছু জানায়নি তবে বিভিন্ন প্রযুক্তি ব্লগের বরাতে জানা গেছে Galaxy Gear ২ স্মার্ট ঘড়ি গ্রাহকদের জন্য বাজারে আসার সম্ভাব্য তারিখ হতে পারে এ বছরের মার্চ কিংবা এপ্রিলের যেকোনো সময়েই!
এদিকে স্যামসাং Galaxy Gear ২ স্মার্ট ঘড়ি বানানর পাশাপাশি চোখে পরিধান যোগ্য স্মার্ট কম্পিউটিং ডিভাইস Galaxy Glass তৈরি করছে। এই বিষয়ে বিস্তারিত জানা না গেলেও ধারণা করা হচ্ছে Galaxy Glass এ থাকছে ব্যবহারকারীদের জন্য ফোন কল ধরা এবং গান শুনার দারুণ ব্যবস্থা! তবে শুধু মাত্র এই বিষয় দিয়ে স্মার্ট আই ওয়্যারের মার্কেট ধরাটা স্যামসাং এর জন্য কঠিনই হবে। সুতরাং Galaxy Glass এ যদিও আরও নানান সুবিধা দেয়া হতে পারে তা এখনো জানা যায়নি। ফলে আগ্রহীদের অপেক্ষা করতে হবে আরও কিছু দিন!
সূত্রঃ দি টেক জার্নাল