দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সুপারহিরো মুভি ‘ম্যান অব স্টিল’ মুভির সিক্যুয়েল ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’ কে নিয়ে দর্শকদের আগ্রহ বেড়ে যাচ্ছে দিনকে দিন। একের পর এক নতুন চরিত্রের আগমন বার্তা জানিয়ে মুভি দর্শকদের মধ্যে মুভিটিকে ঘিরে আগ্রহ বাড়াচ্ছেন মুভি নির্মাতারা। সম্প্রতি প্রযোজক প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স ঘোষণা দিয়েছেন নতুন মুভিটিতে সুপারভিলেন লেক্স লুথার চরিত্রে অভিনয় করবেন জেসে আইজেনবার্গ।
জেসে আইজেনবার্গ পরিচালক ডেভিড ফিঞ্চারের মুভি ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ তে ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গের নাম ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন। লেক্স লুথার চরিত্রে আইজেনবার্গের অভিনয়ের ঘোষণা বেশ চমকপ্রদই বলা চলে। কেননা এতদিন যাবত লেক্স লুথার চরিত্রে অভিনয়কারী কে হবে – এই নিয়ে যতজনের নাম শোনা গিয়েছে – সেসব নামের মধ্যে আইজেনবার্গ ছিলো না। পরিচালক জ্যাক স্নাইডার এই ব্যয়বহুল মুভি নিয়ে চমকের পর চমক হাজির করছেন সেটা নিঃসন্দেহে বলা যায়।
‘ম্যান অব স্টিল’ ছবির সিক্যুয়েলে প্রথমবারের মতো তুমুল জনপ্রিয় দুই সুপারহিরো চরিত্র ব্যাটম্যান ও সুপারম্যানকে একসঙ্গে দেখা যাবে। ব্যাটম্যান চরিত্রে মার্কিন অভিনেতা ও নির্মাতা বেন অ্যাফ্লেক ও সুপারম্যানের চরিত্রে হেনরি কেভিল অভিনয় করছেন। এই দুই সুপার হিরোর বিপরীতে সুপারভিলেন লেক্স লুথার এবং আরেকটি চরিত্র ওয়ান্ডারওম্যানকেও দেখা যাবে। এতসব শক্তিশালী চরিত্রের ভীড়ে লেক্স লুথার চরিত্র আইজেনবার্গের স্থান পাওয়া তার মুভি ক্যারিয়ারের জন্য বড় অর্জন বলা যায়।
‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রুসের অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রতি মুভিটির মুক্তির ডেট ঘোষনা করা হয়েছে ২০১৬ সালের ৬ মে। সেই পর্যন্ত নতুন মুভিটির ধামাকা এবং চমক দেখতে অপেক্ষা করতে হবে মুভি দর্শকদের।
তথ্যসূত্রঃ দ্য ভার্জ