দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সারা পৃথিবী থেকে সবচেয়ে দেখতে অদ্ভুত বাড়ি সমূহ তুলে আনা হয়েছে আমাদের এই প্রতিবেদনে। চলুন দেখা নেয়া যাক অদ্ভুত স্থাপত্য শিল্পের নমুনা বহন করে বেড়ানো এসব বাড়ি।

মানুষ সব সময় তাঁর মনের আকাঙ্খা কিংবা ইচ্ছাকেই নিজের আবাস স্থলে ফুটিয়ে তুলতে চায়। যার যেমন রুচি সে চায় তাঁর রুচির সাথে মিল রেখেই সেরকম একটি বাড়ি সমর্থের মাঝে থেকে তৈরি করতে। অনেকেই সে ভাবেই নিজ নিজ বাড়ির ডিজাইন করেন এবং তা তৈরিও করেন। এসব বাড়ি এতই বিচিত্র যে সারা বিশ্বে এদের পরিচিতি পেতে সময় লাগেনা। অনেকেই দেশ বিদেশ থেকে দেখতে আসেন এসব বিচিত্র বাড়ি।
চলুন একে একে দেখে নিই অদ্ভুত সব বাড়িঃ
১) নাম মাইন্ড হাউজ, স্পেনের বার্সেলোনায় অবস্থিত।

২) নাম ক্রকড হাউজ, এটি পোল্যান্ডে অবস্থিত।

৩) নাম স্টোন হাউজ, এটি পর্তুগালে অবস্থিত।

৪) গুম্বুজের মত দেখতে এই বাড়ির নাম La Pedrera এটি স্পেনের বার্সেলোনায় অবস্থিত।

৫) এর নাম Museum of Contemporary Art এটি ব্রাজিলের রাজধানীতে অবস্থিত।

৬) এর নাম Low impact woodland house, এটি ইংল্যান্ডের ওয়েলসে অবস্থিত।

৭) Nautilus House নামের এই শামুক আকৃতির ঘোর মেক্সিকো শহরে অবস্থিত।

৮) Conch Shell House নামের এই বাড়িটি মেক্সিকো তে অবস্থিত।

৯) House Attack নামের এই বাড়িটি অবস্থিত অস্ট্রিয়াতে।

১০) এটি হচ্ছে ফ্রান্সে অবস্থিত Ideal Palace

১১) এটি আমেরিকার Wonderworks

১২) The Basket Building নামের এই ভবন আমেরিকার ওহীও অঙ্গরাজ্যে অবস্থিত।

সূত্রঃ Boredpanda