দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। দশ ট্রাক অস্ত্র মামলায় দলের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশের মাধ্যমে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে জামায়াতে ইসলামী এ হরতালের ডাক দেয়।
গত শুক্রবার এক বিবৃতিতে গত সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় জামায়াতে ইসলামী। এরপর বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের গন্তব্যে ফেরা এবং সরস্বতী পূজার কারণে সোমবার হরতাল কর্মসূচি স্থগিত করে তা বৃহস্পতিবার পালনের সিদ্ধান্ত নেয় জামায়াতে ইসলামী।
এদিকে সকাল থেকে এখন পর্যন্ত বড় কোন নাশকতার খবর পাওয়া যায়নি। রাজধানীতে গণপরিবহন চলাচল করছে। টেম্পো, মিনি বাস, সিএনজি ও রিক্সা চলতে দেখা গেছে। কমলাপুর থেকে ট্রেন ছেড়ে গেছে যথারিতি।
এদিকে জামায়াতে ইসলামীর হরতালে ঢাকায় বাস চালানোর ঘোষণা দিয়েছেন মালিকরা। হিন্দু সম্প্রদায়ের গঙ্গাস্নানের জন্য চাঁপাইনবাবগঞ্জ হরতালের আওতামুক্ত রাখার ঘোষণা দিয়েছে কর্মসূচি আহ্বানকারী জামায়াতে ইসলামী।
উল্লেখ্য, ৫ জানুয়ারির নির্বাচনোত্তর বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর এটিই হচ্ছে প্রথম হরতাল।