দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই বিতর্কিত ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেনকে অবশেষে পুলিশ গ্রেফতার করেছে।
বুধবার বিকেল ৪টার দিকে নগরীর বেড়িমারা এলাকা থেকে ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয় বলে মতিহার থানা সূত্র নিশ্চিত করেছে।
মতিহার থানার ওসি জানান, দেলোয়ারকে আটকের পর গত রোববারের ঘটনায় দায়ের করা ৪ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
উল্লেখ্য, গত রোববার বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি স্থগিতের ঘোষণা প্রত্যাখ্যান করে সান্ধ্য কোর্স বাতিলের দাবিতে ধর্মঘট চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ। এসময় ছাত্রলীগের কয়েক নেতাকে অস্ত্রহাতে চড়াও হতে দেখা যায়। যা পরদিন বিভিন্ন পত্র-পত্রিকায় ছাপা হয়। সরকারি দলের অঙ্গ সংগঠের এহেন কর্মকাণ্ডে বিব্রত অবস্থায় পড়ে সরকার। যে কারণে প্রধানমন্ত্রী নিজে দোষীদের গ্রেফতারের নির্দেশ দেন।