দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের সবচেয়ে বেশি রিটুইট হওয়া ছবি থেকে আপনি সেলফি (নিজের ছবি) তোলার ১২টি টিপস নিতে পারেন। জেনিফার লরেন্স, মেরিল স্ট্রিপ এবং কেভিন স্পেসি থেকে আপনি জানতে পারেন কিভাবে সেলফি তুলতে হয়।

গত রোববার হলিউডের ডলবি থিয়েটারে অস্কার অনুষ্ঠানে উপস্থাপিকা অ্যালেন ডিজেনারের তোলা নিচের ছবিটি টুইটারে রিটুইট হওয়ার ক্ষেত্রে রেকর্ড ভেঙ্গে ফেলেছে। এর আগের রেকর্ডটি ছিল প্রেসিডেন্ট বারাক ওবামার ২০১২ সালে নির্বাচনে তোলা ছবি।

নিচে তারকাদের এই ছবিটি ব্যবচ্ছেদ করে আমরা দেখবো কিভাবে একটি চমৎকার ছবি তোলা যায়।
১. উচ্ছসিত হাসি দিতে ভয় পাবেন না সেটা দাত বের করা হাসি হলেও

২. চিবুক দোলানো হাসির নতুন মাত্রা

৩. স্ন্যাপ নেওয়ার সময় যদি আপনি কথা বলতে থাকেন তবে আপনাকে নেশাগ্রস্ত লাগবে

৪. চেহারার গাম্ভীর্য ধরে রাখুন

৫. “ও, তুমি ছবি তুলছো?” এমন একটা ভাব দেখান

৬. কাউকে বিদায় দিচ্ছেন এমনভাবে হাত নাড়ুন

৭. পেছনের দিকে থাকলে যতটা পারেন নিজেকে দেখানোর চেষ্টা করুন

৮. মেরিল স্ট্রিপের মতো হউন

৯. বন্ধুদের দেখানোর আগে টুইটারে টুইট করে দিন

১০. অনেকক্ষণ ধরে ক্যামেরা ধরে রাখতে পারবে এমন কাউকে ছবি তোলার দায়িত্ব দিন

১১. নিজের দিকে তাকানোর পরিবর্তে ক্যামেরার দিকে তাকিয়ে থাকুন

১২. যদি না সবাইকে ক্যামেরায় ধারণ করা যায় তবে গ্রুপের সবাইকে শুধু দেখা যায় এমনভাবে নিন

ছবিটি তোলার দায়িত্ব পড়ে ব্রাডলি কুপারের হাতে। ছবিটি ৪৫ মিনিটে রিটুইট হয় ১০ লক্ষ বা ১ মিলিয়ন। অ্যালেন ডিজেনারস মঞ্চে থাকতেই এটি রেকর্ড গড়ে ফেলে।
তথ্যসূত্রঃ ম্যাশেবল