দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ একটি মুসলিম দেশ। এখানকার সংস্কৃতির রয়েছে সম্পূর্ণ একটা আলাদা জগত। কিন্তু কতিপয় ব্যক্তির জন্য দেশের মান মর্যাদা ভুলুন্ঠিত হচ্ছে বার বার।
এমনই এক মডেল যিনি বসবাস করেন আমেরিকাতে। এই মডেল এবার অর্ধনগ্ন হয়ে পোজ দিয়ে বিতর্কে জড়িয়েছেন। সমপ্রতি ‘আমেরিকান অ্যাপারেল’-এ কর্মরত ওই মডেল খোলাখুলি আবার সব শিকারও করেছেন। অপকটে বলেছেন, ‘ওই ফটোশুট করে আমি পরিপূর্ণভাবে স্বাচ্ছন্দ্য বোধ করছি। আমি মনে করি এই ফটোশুটের মাধ্যমে আমি নিজেকে মুক্তভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা যেখান থেকেই আসি না কেনো, আমাদের মত প্রকাশে স্বাধীনতা থাকা উচিত। এমনকি সব নারীর এক্ষেত্রেই মনোবল থাকা উচিত।’
এই তরুণীর নাম মাকস, বয়স ২২ বছর। তিনি বাংলাদেশে জন্ম নিলেও ৪ বছর বয়স থেকেই বসবাস করেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে লস অ্যানজেলেসে চাকরি খুঁজতে গিয়ে আমেরিকান অ্যাপারেলসে (পোশাক কারখানা) কাজ পেয়ে যান। এই মডেলকে নিয়ে বিশ্বজোড়া সমালোচনার ঝড় বয়ে যায়। কারণ তিনি কানাডা ও যুক্তরাষ্ট্রের ‘ভাইস’ নামের একটি ম্যাগাজিনে শরীরের উপরের অংশ একেবারে অনাবৃত করে প্রায় বিবস্ত্র এক পোজ দিয়েছেন। মাকসের অনাবৃত বক্ষদেশে আবার ইংরেজিতে লেখা রয়েছে ‘মেড ইন বাংলাদেশ’। ওই মডেলের এমন কান্ডে শুধু বাংলাদেশ নয় সমগ্র বিশ্বে চরম সমালোচনার ঝড় বয়ে যায়। বাংলাদেশের একটি মুসলিম পরিবারের জন্ম নেওয়া এই মডেলকে নিয়ে বাংলাদেশের কৃষ্টি, কালচার ও ধর্মীয় বিধি-বিধান সকল ক্ষেত্রেই এক বিব্রত অবস্থার সৃষ্টি হয়।
শুধু যে পোজ দিয়েই ক্ষান্ত আছেন তা নয় লন্ডনের ডেইলি মেইলকে মাকস আবার বলেছেন, ‘এই ছবির মাধ্যমে যে বার্তা দেয়া হয়েছে, তা আমি পরিপূর্ণভাবে তা সমর্থনও করি।’