দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সামপ্রতিক সময়ে চোরদের যেনো জয় জয়কার অবস্থা। তারা একের পর এক ব্যাংকগুলোকে টার্গেট করছে। চট্টগ্রামে সরকারি-বেসরকারি ২ ব্যাংকের দুটি শাখার ‘ভল্টের চাবি খোয়া গেছে’ থানায় এমন অভিযোগ করা হয়েছে।
তবে একই দিনে দুটি ব্যাংকের ভল্টের চাবি খোয়া যাওয়ার এমন ঘটনাকে ‘রহস্যজনক’ বলে মনে করছে চট্টগ্রাম পুলিশ। গতকাল মঙ্গলবার কোতোয়ালি থানার বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড জুবিলী রোড শাখার ভল্টের চাবি খোয়া যায়। এ ঘটনার পর গতকাল সকালে ব্যাংকটির প্রথম সহসভাপতি মো. জাকারিয়া কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। খবর সংবাদ মাধ্যম সূত্রের।
অপরদিকে গতকাল মঙ্গলবার রাত ৯টায় একই ধরনের চাবি খোয়া যাওয়ার অভিযোগ করেন সরকারি নিয়ন্ত্রণাধীন অগ্রণী ব্যাংক লিমিটেডের নিউ মার্কেট কর্পোরেট শাখার সিনিয়র কর্মকর্তা মো: রেজাউল করিম।
কোতোয়ালি থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম সংবাদ মাধ্যমকে বলেছেন, “সারাদেশে যখন একের পর এক ব্যাংকের ভল্ট ভেঙে ডাকাতির ঘটনা ঘটছে, ঠিক সে সময় একই দিনে দুটি ব্যাংকের চাবি হারানোটা অত্যন্ত রহস্যজনক।” তবে অগ্রণী ব্যাংক লি: কর্মকর্তার সাধারণ ডায়েরি নেয়নি পুলিশ। তবে ঘটনাস্থল পরিদর্শন করে করণীয় ঠিক করা হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
উল্লেখ্য, সমপ্রতি কিশোরগঞ্জে সুড়ঙ্গ করে সোনালী ব্যাংকের ১৬ কোটি ও বগুড়ায় সোনালী ব্যাংকের প্রায় ৩২ লাখ টাকা লুট করা হয়।