দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে গতরাতে গ্রেফতার করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই গ্রেফতারের নিন্দা জানিয়েছেন।
গতকাল বুধবার রাতে মুদ্রা পাচার মামলার আসামি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে আটক করে থানায় নিয়ে যায় দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। গুলশানের বাড়ি থেকে বিএনপি’র এই নেতাকে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের বিরুদ্ধে গত ৬ ফেব্রুয়ারি মুদ্রা পাচারের অভিযোগে মামলা করে দুদক। ওই মামলায় অভিযোগ করা হয়, ২০০১ থেকে ২০০৬ সালে স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন খন্দকার মোশাররফ হোসেন ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা পাচার করেছেন।