দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শিক্ষক নামের কলঙ্ক এমন এক শিক্ষকের সন্ধ্যান পাওয়া গেছে। ৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে খোদ রাজধানীতে। মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার একটি বেসরকারি স্কুলের প্লে-শ্রেণির ৫ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই স্কুলেরই তাও আবার ধর্ম বিষয়ক শিক্ষকের বিরুদ্ধে। ধর্ষিতা শিক্ষার্থী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
সংবাদ মাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গতকাল মঙ্গলবার সকালে স্কুল চলাকালীন সময়ে এ ঘটনাটি ঘটেছে। ধর্ষণের অভিযোগে তাৎক্ষণাত ওই শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে।
থানা সূত্র জানায়, মিরপুর মডেল থানাধীন হলি ক্রিসেন্ট স্কুলের ধর্ম শিক্ষক মিনহাজ (২৪) ওই স্কুলের প্লে শ্রেণীর এক শিক্ষর্থীকে (সংবিধিবদ্ধ নিষেধাজ্ঞা থাকায় পরিচয় প্রকাশ করা হলো না) বাথরুমে ডেকে নিয়ে ধর্ষণ করে। ওই শিক্ষার্থীর বয়স মাত্র ৫ বছর! নির্যাতনের পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। স্কুলের অন্যান্য শিক্ষকরা পরিবারের সহযোগিতায় শিশুটিকে মুমূর্ষু অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শিশুটি হাসপাতালের ওয়ান স্টোপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে শিক্ষকের এহেন কর্মকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত হয়ে পড়েন অবিভাবক ও এলাকাবাসী। সবাই এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।