দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ইয়েলের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার এক গবেষণায় দেখা গেছে ফেসবুকের মাধ্যমে মানুষের অর্থাৎ ব্যবহারকারীদের মন মানসিকতাও নিয়ন্ত্রিত হয়। বিভিন্ন ধরনের মানসিক অনুভুতি সংক্রামকভাবে ছড়িয়ে পড়ে। লক্ষাধিক ফেসবুক ব্যবহারকারীর উপর গবেষণা করে এই তথ্য পাওয়া গিয়েছে।
গবেষকরা গবেষণা প্রতিবেদনটি জন্য জরিপ চালাতে ব্যবহার করেন একটি বর্ষার দিন। অবিশ্বাস্যভাবে দেখা যায় একজন ব্যবহারকারীর সত্যিকারের বৃষ্টির অনুভুতি দূর-দূরান্তে থাকা অন্য ব্যবহারকারীরাও ভার্চুয়ালি অনুভব করছে। প্লসওয়ান নামের একটি সাইন্টিফিক জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে। গবেষকরা বলেন একজন কি অনুভব করছে না করছে তা সারাবিশ্বের সবাই যারা তার সাথে যুক্ত তারাও অনুভব করছে। মানসিক বিভ্রমের মতো মানসিকতাও নিয়ন্ত্রিত হচ্ছে। গবেষকরা একে বলছেন মানসিক সমন্বয়তার প্রবল বিবর্ধন।
আমরা আগে জানতাম মানসিক পরিবর্তন কিংবা অনুভুতির মিথস্ক্রিয়া ঘটে থাকে মুখোমুখি সাক্ষাতের মাধ্যমে কিন্তু এখন এটি সামাজিক যোগাযোগের মাধ্যমেও হয়ে থাকে। গবেষণায় আরো দেখা গিয়েছে আবেগীয় পোস্ট বেশি হয়ে থাকে ফেসবুকে। পোস্টের সংখ্যা অধিকহারে বেড়ে যায় বর্ষাস্নাত দিনগুলোতে। বিষণ্ণ আবহাওয়ার দিনগুলোতে ইতিবাচক পোস্টের চেয়ে নেতিবাচক পোস্ট বেশি পড়ে। তারপর এই বৃষ্টির কিংবা বিষণ্ণ পোস্টগুলো তার বন্ধুরা পড়ে থাকে এবং তারাও বৃষ্টি ও বিষণ্ণতা অনুভব করে। প্রতিটি দুঃখের পোস্ট ১.২৯% সাধারণ ব্যবহারকারীকে বিষণ্ণ করে এবং নেতিবাচক পোস্টে প্রভাবিত করে। ইতিবাচক পোস্টের ক্ষেত্রেও এই ধরনের প্রভাব হয়ে থাকে।
গবেষকরা বলছেন এরফলে বিভিন্ন দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা দ্রুত ছড়িয়ে পড়ছে। বিভিন্ন ধরনের বিপ্লব কিংবা বৈপ্লবিক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে।
তথ্যসূত্রঃ বিবিসি