দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হারকিউলিস টিভিতে দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কিন্তু সেই হারকিউলিস এবার বড় পর্দায় থ্রিডি ভার্সনে মুক্তি পেয়েছে ঢাকার স্টার সিনেপ্লেক্সে। গতকাল শুক্রবার এই ছবিটি মুক্তি পেয়েছে।
হারকিউলিস মানেই এক অনন্য বীরত্বের গল্পগাথা। এক অদম্য শক্তি আর বুদ্ধিমত্তা দিয়ে নানা প্রতিকূলতার পথ পাড়ি দেওয়া কাহিনীর এক টিভি সিরিজ হারকিউলিস। অনেকেই টিভিতে এই ছবি দেখেছেন। কিন্তু এই হারকিউলিস এবার বড় পর্দায় বাংলার মাটিতেই মুক্তি পেয়েছে।
টিভি সিরিজের সেই গ্রিক পৌরাণিক কাহিনীর পরাক্রমশালী এক বীর হারকিউলিসকে নিয়ে নির্মিত ছবি দ্য লিজেন্ড অব হারকিউলিস থ্রিডি ভার্সনে স্টার সিনেপ্লেক্সে গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে। কেলান লাৎজ নামভূমিকায় অভিনিত এই ছবিটি পরিচালনা করেছেন রেনি হারলিন।
উল্লেখ্য, ৭ কোটি ডলার ব্যয়ে নির্মিত ছবিটি মুক্তি পায় ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্রে ।