দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে স্মার্ট ঘড়ি দারুণ এক সাড়া ফেলেছে ব্যবহারকারীদের মাঝে। এবার স্মার্ট ঘড়ির জন্য Google তাদের জনপ্রিয় এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের রূপান্তরিত “Android Wear” ভার্সন আনার ঘোষণা দিয়েছে।
ভবিষ্যতে স্মার্ট ঘড়ি নিশ্চিত ভাবে জনপ্রিয় একটি পণ্য হতে যাচ্ছে এই বিষয়ে এখন আর কোন দ্বিমত নেই। ফলে গুগোল Android Wear নামের এন্ড্রয়েড এর একটি মডিফাইড ভার্সন আনতে যাচ্ছে। এই Android Wear নামের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট ঘড়িতে।
Google জানিয়েছে তাদের Android Wear অপারেটিং সিটেম মানুষের কব্জিতেই বিভিন্ন তথ্য দেখাবে। Android Wear অপারেটিং সিস্টেমের স্মার্ট ঘড়ির মাধ্যমে ব্যবহারকারী কি-ধরণের সেবা পাবেন সেই বিষয়ে ইতোমধ্যে Google কিছু ধারণা দিয়েছে। গুগোলের মতে, Android Wear অপারেটিং রয়েছে এমন সুবিধা যা স্মার্ট ঘড়ির সাহায্যে ব্যবহারকারী গাড়িতে থাকলে তাৎক্ষণিক গাড়ির গতি, নির্দিষ্ট স্থানের বিষয়ে বিস্তারিত তথ্য, সঠিক সময়ে কাজের জন্য নোটিফিকেশান, দূরত্ব নির্ণয় সম্পর্কে ধারণা পাবেন।
এছাড়া Google জানিয়েছে Android Wear এ বিল্ড ইন ভাবেই দেয়া থাকবে গুগোল ম্যাপ, ফলে ব্যবহারকারীরা Google Map এর সাহায্যে পৃথিবীর যেই প্রান্তে থাকেন না কেনো নিজের অবস্থান এবং গন্তব্যের বিষয়ে পরিষ্কার ধারণা পাবেন। এছাড়া ব্যবহারকারীরা তাদের স্মার্ট ফোনের সাথে Android Wear স্মার্ট ঘড়ির সংযোগ করতে পারবেন। এতে করে স্মার্ট ফোনে ইন্সটল থাকা যেকোনো অ্যাপ এর তাৎক্ষণিক নোটিফিকেশান পেয়ে যাবেন হাতে লাগানো স্মার্ট ঘড়িতেই।
গুগোল এই স্মার্ট ঘড়ির জন্য Android Wear বানানোর ক্ষেত্রে বিশ্বের নাম করা টেক কোম্পানি সমূহের সাথে চুক্তি করেছে। এসব কোম্পানি হচ্ছে HTC, Samsung, LG, Intel, Qualcomm এবং Broadcom Corp অতএব খুব তাড়াতাড়ি এসব কোম্পানির স্মার্ট ঘড়িতে দেখা যাবে গুগোলের Android Wear অপারেটিং সিস্টেম।
Google স্মার্ট ফোনের জন্য তৈরি Android Wear অপারেটিং সিস্টেমের ভিডিও নিচে দেখুনঃ
http://youtu.be/0xQ3y902DEQ
সূত্রঃ দি টেক জার্নাল