দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নেইল পলিশ ফ্যাশনের জন্য ব্যবহার হলেও, নিন্ম মানের নেইল পলিশ হাতের যে কতোটা ক্ষতি করতে পারে তাই দেখা গেলো যুক্তরাজ্যের এক নারীর ক্ষেত্রে। নিন্ম মানের নেইল পলিশ ব্যবহারের ফলে শেষ পর্যন্ত তার হাতের আঙ্গুল কেটে ফেলতে হয়েছে।
যুক্তরাজ্যের নিউপোর্ট এলাকার বাসিন্দা ১৭ বছর বয়সী সারা গ্রীনওয়ে স্থানীয় এক দোকান থেকে ৩ ইউরো দিয়ে একটি নেইল পলিশ কিনে নেন। তিনি এটি নিজের হাতে লাগানোর পর থেকেই তার নখ এবং আঙ্গুলের ডগা বিবর্ণ হতে থাকে। পরবর্তীতে সারা ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে বলেন, তার নখে ব্যবহার করা নেইল পলিশ থেকে নখে বিষক্রিয়া হয়েছে।
ডাক্তার সারাকে বিভিন্ন এন্টিবায়োটিক দিলেও কোন ভাবেই তা কাজে দিচ্ছিলো না। সপ্তাহের মাঝেই সারার তর্জনী আঙ্গুলে ক্ষতের সৃষ্টি হয় এবং তা পচে যেতে থাকে। পরবর্তীতে চিকিৎসক বিকল্প না দেখে বাধ্য হন সারার আঙ্গুল কেটে নিতে।
সারা বলেন, “আমি কখনও কল্পনা করতে পারিনি নেইল পলিশ ব্যবহারের কারণে এমনটা হতে পারে। আমি বাজার থেকে কিনে এনেই হাতে লাগিয়ে আমার কাজে যাই, সন্ধায় বাসায় ফিরে দেখতে পাই আমার হাতে যন্ত্রণা হচ্ছে। পরে দ্রুত নেইল পলিশ তুলে ফেলি এবং দেখতে পাই আমার নখ এবং আঙ্গুলের ডগা লাল হয়ে ফুলে গেছে”
সারা আরও বলেন, “আমি ডাক্তারের কাছে গেলে তারা আমাকে এন্টিবায়োটিক দেয়, তবে এটা কাজে দিচ্ছিলো না, কিছুদিনের মাঝেই আমি দেখতে পাই আমার হাতের নখ এবং আঙ্গুল কালো হয়ে গেছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে যা আমি সহ্য করতে পারছিলাম না।”
এদিকে অপারেশানের পর সারা এখন সুস্থ হয়ে উঠছেন, তবে তিনি তার তর্জনী আর কখনোই ফিরে পাবেন না। সারা জানিয়েছেন তিনি নকল নেইল পলিশ কোম্পানির নামে মামলা করতে যাচ্ছেন।
আমাদের বাংলাদেশে অনেকেই কম দামী কিংবা নিন্ম মানের নেইল পলিশ ব্যবহার করে থাকেন। এই ঘটনা থেকে নিন্ম মানের প্রসাধন সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে সকল শ্রেণীর গ্রাহকদের এখন থেকেই সাবধান হওয়া জরুরী।
সূত্রঃ মিরর ইউকে, দিডেইলিমেইল