দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সামপ্রতিক সময় দেশে খুনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। কখনও রাজনৈতিক প্রতিপক্ষ আবার কখনও ব্যবসায়িক প্রতিপক্ষ- নানা কারণে ঘটছে খুনের ঘটনা। আজ ভোরে গাজীপুরের টঙ্গীতে এক ঝুট ব্যবসায়িকে খুন করা হয়েছে।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরেই ঘটেছে এই খুনের ঘটনা। টঙ্গীর আউচপাড়ায় লিটন মন্ডল (৪৫) নামে এক ঝুট ব্যবসায়ীকে আজ বৃহস্পতিবার ভোরে ছুরিকাঘাত করে খুন করেছে দুর্বৃত্তরা।
নিহত লিটনের বাড়ি নওগাঁয়। তিনি টঙ্গীর আউচপাড়ার জনৈক রুহুল আমিনের বাড়িতে ভাড়া থাকতেন এবং ঝুট কাপড়ের ব্যবসা করতেন।
এদিকে সামপ্রতিক সময় খুনের ঘটনা মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। প্রতিদিন সংবাদপত্রের পাতা খুললেই চোখে পড়ে খুনের কাহিনী। দেশে শান্তি শৃংখলা ফিরিয়ে আনতে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও সজাগ হতে হবে বলে বিশেষজ্ঞরা মনে করেন।