দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাশিয়ার ফটোগ্রাফার ক্যাটেরিনা প্লুত্নিকোভা জীবন্ত পশু পাখির সাথে মানুষের অসাধারণ কতগুলো ছবি তুলেছেন যেগুলো দেখলে অবাক হয়ে তাকিয়ে থাকতে হয়। এই বিস্ময়কর ছবি গুলো নিয়ে আমাদের আজকের আয়োজন।
প্রতিভাবান এই মহিলা ফটোগ্রাফার থাকেন মস্কো। মানুষের সাথে পশু পাখির ছবি তোলার পরিকল্পনা করার পর তাকে কিছু মডেলকে রাজি করাতে হয়েছে। ভালুক, বাঘের মত ভয়ঙ্কর প্রাণীর জন্য তাকে পেশাদার পশু প্রশিক্ষকের সাহায্য নিতে হয়েছে। কতগুলো পশু প্রশিক্ষিত না থাকলেও ক্যাটেরিনার দক্ষতায় অনবদ্য হয়ে ফুটে উঠেছে ছবি গুলো।
ছবিতে ক্যাটেরিনা ব্যবহার করেছেন বাঘ, ভালুক, হাতি, মায়া হরিণ, উট, জিরাফ, সাপ, ময়ূর, পেঁচা প্রভৃতি। প্রত্যেকটির সাথে প্রাকৃতিক পরিবেশ ও মডেলের পোশাক পরিচ্ছেদের আকর্ষনীয় সমন্বয় ছবি গুলোকে এনে দিয়েছে অন্য মাত্রা।
কতগুলো ছবির জন্য আলাদা করে সেট সাজানো হয়েছে। মানানসই করে বাড়তি সামগ্রী যুক্ত করায় ছবি গুলোতে নতুনত্ব রয়েছে।
ক্যাটেরিনা প্লুত্নিকোভার কিছু ছবিতে দৃশ্য সাজানোর ঘটনাও আছে। যা থেকে প্রক্রিয়াটি সম্পর্কে ধারণা পাওয়া যায়। কেউ ছবি গুলোকে ফটোশপ বলে উড়িয়ে দিতে পারবে না।
চলুন দেখে নিই সেই অসাধারণ ছবি গুলোঃ
সূত্রঃ boredpanda