The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

নিখোঁজ বিমানের ব্ল্যাকবক্সের ‘সংকেত’ পেয়েছে অনুসন্ধানকারী জাহাজ!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ দক্ষিণ ভারত মহাসাগরে একটি বিশেষ ‘তরঙ্গ সংকেত’ পেয়েছে নিখোঁজ মালয়েশিয়ান বিমানের তল্লাশি অভিযানে থাকা উদ্ধারকারী জাহাজ। ধারণা করা হচ্ছে এই সংকেত নিখোঁজ বিমানের ব্ল্যাক বক্সের


647991-f8250b24-bca2-11e3-8789-ebc1372b1494

শনিবার নিখোঁজ বিমানের অনুসন্ধানে থাকা জাহাজ প্রায় ২৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ ও ১০১ ডিগ্রি দ্রাঘিমাংশ সংকেতটি পেয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। নিখোঁজ বিমানের সন্ধানে জাহাজটি বর্তমানে দক্ষিণ ভারত মহাসাগরের তল্লাশি চালাচ্ছে।

ইতোমধ্যে চীনের পক্ষ থেকে ১০টি সামরিক বিমান, তিনটি বেসামরিক বিমান ও ১১টি জাহাজ দিয়ে অস্ট্রেলিয়ার পার্থ থেকে এক হাজার ৭০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারত মহাসাগরের দুই লাখ ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে অনুসন্ধান শুরু করেছে। এই অনুসন্ধানে ভারত এবং অস্ট্রেলিয়ার যৌথ সহায়তা রয়েছে।

476408-ac83d8f2-b910-11e3-9580-78f49dffd642

অনুসন্ধান দলের অস্ট্রেলিয়ান সদস্য অবসরপ্রাপ্ত বিমানবাহিনী প্রধান অ্যানগাস হিউজটন মিডিয়াকে জানিয়েছেন, “এবারের নতুন করে শুরুকরা এই অভিযান এক টানা ৬ সপ্তাহ ধরে চলবে। তবে এর মাঝেও যদি আমরা নিখোঁজ বিমানের কোনও সন্ধান না পাই তবে অনুসন্ধানের সময় সীমা আরও বাড়ানো হবে।”

এদিকে উদ্ধারকারী জাহাজে থাকা ব্ল্যাক বক্স ডিটেক্টরে পাওয়া সংকেতের বিষয়ে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, “জাহাজের নাবিকরা তাৎক্ষণিক একটি সংকেত শুনতে পান, যার সাথে নিখোঁজ বিমানের ব্ল্যাক বক্স এর বিল্ড ইন সংকেতের মিল রয়েছে। সংকেতে পাওয়া ফ্রিকোয়েন্সি ছিল ৩৭ দশমিক পাঁচ কিলোহার্জ যা ফ্লাইট রেকর্ড থেকে পাওয়া ফ্রিকোয়েন্সির মতোই।”

উল্লেখ্য, নিখোঁজ বিমান ফ্লাইট৩৭০ নিয়ে গবেষকরা বলছেন বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে সাগরের বুকে ধ্বংস হয়নি। একে উদ্দেশ্যমূলকভাবেই নির্ধারিত যাত্রা পথ থেকে আরও প্রায় কয়েক হাজার কিলোমিটার দূরে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিলো। এর সাথে মালয়েশিয়া এবং চীনের রাডারের সংযোগও কেও ইচ্ছে করেই বন্ধ করে দিয়েছিল। ইতোমধ্যে বিমানটি নিখোঁজ হওয়ার প্রায় এক মাস পার হয়ে গেছে। বিশ্বের ক্ষমতাধর দেশ সমূহের আধুনিক প্রযুক্তির ব্যবহারের পরেও বিমানটির কোনও চিহ্ন এখনো কেও খুঁজে পায়নি।

সূত্রঃ সিএনএন , ফক্স নিউজ 

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali