দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ সোমবার, ৭ এপ্রিল ২০১৪ খৃস্টাব্দ, ২৪ চৈত্র ১৪২০ বঙ্গাব্দ, ৬ জমা: সানি ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
পাখি আমাদের জাতীয় সম্পদ। এদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের দেশের প্রতিটি নাগরিকের। কিন্তু আমরা সেই দায়িত্ববোধ থেকে সরে গিয়ে বন্দি করে রাখি এমন সব সুন্দর সুন্দর পাখিদের।
জগতের মানুষদের মতি-গতি বোঝা বড় ভার। পাখি আমাদের সম্পদ অথচ এই পাখি আমরা শিকার করছি। আবার এই পাখি কিনে আমরা খাঁচায় বন্দি করে রাখছি। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সকলকেই সেই দায়িত্ববোধের পরিচয় দিতে হবে।
ছবির এই সুন্দর পাখিগুলোর দিকে তাকালে মায়ায় চোখ ভরে যায়। মনে হয় এরা কেনো খাঁচায় থাকবে। এরা মুক্ত স্বাধীনভাবে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশে ডানা মেলে উড়ে বেড়াবে। আমরা কি সবাই মনে করি না যে পাখিগুলো খোলা মুক্ত আকাশে উড়ে বেড়াক? আসুন আমরা খাঁচায় বন্দি পাখিগুলোকে মুক্ত আকাশে উড়াতে সাহায্য করি।
প্রতিদিনের মতো আজও আমাদের সকালটা হোক শুভ। সকলের জন্য আবারও শুভ কামনা- শুভ সকাল।
(ছবি-সংরক্ষিত)