The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

এখন থেকে দাগ পড়া প্লাস্টিকের দাগ মুছবে নিজে থেকে!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ পলিমারকরণ বিক্রিয়া আবিষ্কারের পর পলিমার অথবা প্লাস্টিকের উৎপাদন খুবই সহজ এবং সস্তা। তাইতো প্রয়োজনীয় সকল উপকরণ প্লাস্টিক দিয়ে বানানো হচ্ছে। কিন্তু এর একটি সমস্যা হচ্ছে খুব সহজেই এতে দাগ পড়ে। মজার ব্যাপার হচ্ছে, সম্প্রতি এমন এক ধরণের পলিমার আবিষ্কার ঘটেছে যা নষ্ট হলেও নিজে থেকেই আবার আগের অবস্থায় ফিরে যাবে।


self-healing-polymer-quickly-restores-itself

জার্মানির কার্লস্রূ ইন্সটিটিউট অফ টেকনোলোজি এর গবেষকের দল এই ধরণের পলিমার তৈরি করে। সামান্য তাপ দিলেই এটি নিজে নিজে মেরামত হয়ে আগের মত হয়ে যাবে। এর ধর্ম এবং কাজ সম্পূর্ণ আগের মতই থাকবে। এই বস্তু দ্বারা স্ব-মেরামতকারী সীল, দাগ প্রতিরোধক রং এবং অধিক নির্ভরযোগ্য দৃঢ় ফাইবারের প্লাস্টিক সামগ্রী তৈরি করা যাবে।

স্ব-মেরামতযোগ্য পলিমার খুবই আকর্ষনীয় বস্তু। কিন্তু এর সৃষ্টি প্রক্রিয়া সহজ ছিল না। বিজ্ঞানীরা দুটি ভিন্ন ধরণের প্রক্রিয়া অনুসরণ করছিলেন। তারা হয় অনেকগুলো মাইক্রোক্যাপ্সুলের নেটওয়ার্ক ব্যবহার করে যেগুলো মেরামতের এজেন্ট বহন করে, নতুবা পলিমারকে বিপরিতক্রমিক রাসায়নিক বিক্রিয়া দ্বারা সৃষ্টি করেছিলেন। কিন্তু প্রথম প্রক্রিয়ায় মাত্র অল্প কয়েকবার মেরামত হয় আর দ্বিতীয় প্রক্রিয়ায় অনুঘটক হিসেবে বিপুল পরিমানের শক্তির প্রয়োজন হয়।

ক্রিস্টোফার বার্নার-কয়োলিকের নেতৃত্বে গবেষকের দল তৃতীয় একটি প্রক্রিয়া অনুসরণ করে। তারা বিপরিতক্রমিক রাসায়নিক বিক্রিয়া দ্বারা আবদ্ধ ছোট ছোট অণু অথবা আড়াআড়ি ভাবে যুক্ত ফাইবারের পরিবর্তনযোগ্য নেটওয়ার্ক তৈরি করে। মজার ব্যাপার হল এই পলিমারের ফাইবারগুলো ভেঙ্গে যেতে পারে আবার সামান্য তাপেই তা আবার জোড়া লেগে যায়।

self-healing-synthetic-skin-640x353

এই নতুন ব্যবস্থায় কিছু অসাধারণ প্রাপ্তি ঘটে। প্রথমত, তাপ, আলো অথবা রাসায়নিক পদার্থের ব্যবহারেই এর স্ব-মেরামত শুরু হয়ে যায়। দ্বিতীয়ত, ১২০ ডিগ্রী তাপে মাত্র কয়েক মিনিটেই এর স্ব-মেরামত সম্পন্ন হয়। তৃতীয়ত, বস্তুগত ধর্ম অপরিবর্তিত থাকে এবং অসংখ্যবার স্ব-মেরামত হতে পারে। তাদের এই প্রক্রিয়া অন্যান্য চেনা প্লাস্টিকেও প্রয়োগ করা যায়।

চিন্তা করে দেখুন, একটি প্লাস্টিকের সামগ্রী পুরনো হয়ে গেছে, তাতে দাগ পড়ে গেছে। তাতে তাপ দিলেই আবার নতুন হয়ে যাবে সেটি। এরকম আরো অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হবে স্ব-মেরামতযোগ্য পলিমার। সত্যিকার অর্থে এটি খুলে দিল নতুন এক দিগন্ত।

সূত্রঃ Gizmag

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali