দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষের শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায়। সেই পানি পূরণ করতে শরবত বা জুস জাতীয় খাদ্য একান্তভাবে প্রয়োজন। সে প্রেক্ষিতে আমাদের আজকের রেসিপি কমলা টমাটো জুস। খুব সহজেই বানানো যায় এই জুসটি।
উপকরণ
প্রস্তুত প্রণালী
প্রথমে কমলার রস, টমাটো, গোলমরিচ, বরফ কুচি ও লবণ একসঙ্গে ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিন। এবার কুচানো পুদিনা পাতা মিশিয়ে টেবিলে সাজিয়ে পরিবেশন করুন।
ছবি: newsexpressbd.com/healingtomato.com এর সৌজন্যে