দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ তথ্য ও প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। সব কিছু ডিজিটাল করার প্রয়াস চলছে। এরই ধারাবাহিকতায় তৈরি করা হল ২৫ হাজার ওয়েবসাইট। একে বলা হচ্ছে ন্যাশনাল পোর্টাল।
মন্ত্রিপরিষদ ও পে-কমিশনের তথ্য সহ ১৫ লাখের বেশি কন্টেন্ট রয়েছে এই পোর্টালে। এছাড়া রয়েছে দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য ও কর্মকর্তাদের তালিকা। বাংলাদেশের পরিচয় তুলে ধরতে প্রাকৃতিক সৌন্দর্য, পুরাকীর্তি, ঐতিহাসিক স্থানগুলোর ৪লাখের বেশি ছবি সংযোজন করা হয়েছে। এখানে একই প্লাটফর্মে রয়েছে পাঁচ হাজারের বেশি ডোমেইন। এখন পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে বড় ওয়েবসাইট।
যে কেও যেকোন স্থান থেকে এই পোর্টালে বিনামূল্যে প্রবেশ করতে পারবে। এইজন্য তাকে www.bangladesh.gov.bd লিঙ্কে ঢুকতে হবে। অতঃপর বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়নের তথ্য ক্যাটাগরি অনুসারে চলে আসবে। জেলা পর্যায়ে প্রদত্ত সেবাগুলোর লিংক উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের পোর্টালের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। সিলেক্ট করে জেনে নেওয়া যাবে যেকোন তথ্য। এই পোর্টালে আছে সবচেয়ে বড় e-directory book।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রকল্প একসেস টু ইনফরমেশন (এটুআই) এই ওয়েবসাইটগুলো তৈরি করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে বিসিসি ও বেসিস এর সহায়তায় এক বছরের বেশি সময়ে এ কাজ সম্পন্ন হয়েছে। ইউনিকোড, ফটো এডিটিং, ইন্টারনেট আপলোড, ডাউনলোড, পিডিএফ বিষয়ে কাজ করতে ৫০ হাজার কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।
এরমধ্যে রয়েছে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (আইসিটি) ও সকল পর্যায়ের সরকারী কর্মকর্তা ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তারা। এছাড়া ইউনিয়ন পরিষদের সচিব, সহকারী কমিশনার (আই.সি.টি.), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা-উপজেলা পর্যায়ের সব অফিস প্রধানরাও এই বিশাল কাজে ভূমিকা রেখেছে।
প্রধানমন্ত্রী উদ্বোধন করলেই চালু হয়ে যাবে এই বিশাল পোর্টাল। ডিজিটালাইজেশনের আরেকটি বড় ধাপ অতিক্রম করবো আমরা।