দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১০ মের মধ্যে গাড়ির কালো গ্লাস পরিবর্তন করার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা থাকলেও মানেননি অনেকেই। গতকাল ১১ মে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে অন্তত এক হাজার গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটক করা হয়েছে ১শ’র মতো গাড়ি।
স্বরাষ্ট্র মন্ত্ণালয় ১০ মে সময় বেঁধে দিয়েছিল। কিন্তু এরপরও অনেক গাড়ির মালিক সে নির্দেশনা মানেননি। গতকাল ১১ মে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। পরিচালিত এসব অভিযানের প্রথম দিনে ৯৭৭টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে ১০৬টি গাড়ি আটক করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কালো গ্লাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশে অপহরণের ঘটনা মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গাড়িতে অস্বচ্ছ গ্লাস বা কালো গ্লাস নামিয়ে ফেলার নির্দেশ জারি করে। যারা এই নির্দেশ মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছিল।