দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ রবিবার, ১৮ মে ২০১৪ খৃস্টাব্দ, ৪ জৈষ্ঠ্য ১৪২১ বঙ্গাব্দ, ১৯ রজব ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
মাছরাঙ্গা পাখি। মাছরাঙ্গা পাখির গায়ের রংটি অত্যন্ত সুন্দর। গায়ের এমন রঙ-এর কারণে মাছরাঙ্গা পাখি দেখতে খুব সুন্দর লাগে।
অবশ্য শহরে মাছরাঙ্গা পাখি চোখে পড়বে না। এজন্য আপনাকে যেতে হবে গ্রামে। বিশেষ করে নদী বা পুকুর ডোবায় গেলে মাছরাঙ্গা পাখি দেখতে পাবেন। এরা সব সময় মাছ ধরার কাজে ব্যস্ত থাকেন। তবে এদের চাহিদা খুবই কম। একবার একটি মাছ যদি ঠোঁটে আটকাতে পারে তাহলে আর দ্বিতীয়টির জন্য বসে না থেকে চলে যাবে সোজা গাছের ডালে সেখানে বসে খাবে সেই মাছটি। একটি মাছে যদি সন্তুষ্ট না হতে পারে তাহলে দ্বিতীয় বার যাবে মাছ টোকাতে। তবে কখনও তৃতীয় বার যাবে পুকুরের ধারে খাছে। কারণ এরা অল্পতেই সম্নুষ্ট থাকে।
এবার ঠোঁট দিয়ে গাছের কক্ত অংশে ঠুকিয়ে ঠুকিয়ে গর্ত করে তাতে বাসা বাঁধে। বিশেষ করে পুকুরের আশে পাশে আম কাঠালের গাছ থাকলে সেখানে বাসা বাঁধে এরা। সুন্দর এই পাখিটি আমাদের থেকে কমে যাচ্ছে। বিলুপ্তপ্রায় এসব পাখিদের টিকিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব।