দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সায়েন্স ফিকশন ছবি গুলোতে এতদিন অনেকেই দেখেছেন শূন্যে উড়ে বেড়াতে সক্ষম এমন যানবাহন। এবার ক্যালিফোর্নিয়ার কোম্পানী অ্যারোফেক্স ঠিক তেমনি একটি ভবিষ্যতের বাইক তৈরি করার ঘোষণা দিয়েছে যা ২০১৭ সাল নাগাদ বিভিন্ন দেশের ট্র্যাফিক হিসেবে যাত্রী বহন করবে।
ইতিমধ্যে অ্যারোফেক্স তাদের হোভারবাইক এর একটি পরীক্ষামূলক প্রোটোটাইপ তৈরি করেছেন এবং তা সফল ভাবে দুইজন যাত্রী নিয়ে ভূমি থেকে ১০ ফুট উপর দিয়ে উড়ে বেড়াতে পেরেছে। তবে এর আগে ২০১২ সালেই অ্যারোফেক্স তাদের হোভারবাইক প্রাথমিক মডেল প্রকাশ করেছিল। সে সময় এতে থাকা বিভিন্ন যন্ত্রপাতি আকারে অনেক বড় ছিলো। তবে নতুন প্রোটোটাইপে বাইকের নীচের দিকে থাকা পাখা দুটিকে আরো ছোটো করে ইঞ্জিনের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।
বাইকের আরো প্রযুক্তিঃ বাইকারদের জন্য সুখবর: বাজারে আসছে স্মার্ট বাইক লকার!
অ্যারোফেক্স এর হোভারবাইক মাটি থেকে ১২ ফুট পর্যন্ত উচ্চতায় উঠতে সক্ষম তবে ভবিষ্যতে এই উচ্চতা আরো বাড়িয়ে ফেলা হবে বলে প্রস্তুতকারী কোম্পানী জানিয়েছে। এছাড়া এটি ঘন্টায় ৭২ কিলোমিটার গতিতে ছুটে যেতে সক্ষম হবে। এটিতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে গ্যাস, সম্পূর্ণ এক ট্যাংক জ্বালানি দিয়ে এটি চলতে পারবে ১ ঘন্টা ২৫ মিনিট। এতে যাত্রী হিসেবে বসতে পারবেন দুইজন।
অ্যারোফেক্স জানিয়েছে তাদের তৈরি এই বাইক নির্দিষ্ট জায়গা থেকে সরাসরি আকাশে উঠে যেতে পারবে এবং তাৎক্ষণিক শূন্য থেকে ধীরে নীচে নেমে আসতে পারবে। এটি নিয়ন্ত্রণ করতে এর নীচে থাকা পাখার গতি বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। এছাড়া এতে থাকবে বিশেষ দিক পরিবর্তনের জন্য আলাদা অত্যাধুনিক ভবিষ্যৎ প্রযুক্তি।
আপনি কি জানেন, আপনার সাইকেলকে অটো বাইকে পরিণত করতে পারবেন? জেনে নিনঃ সাইকেল এ প্যাডেল আর নয়, বাই সাইকেল রূপান্তর করুন অটোবাইকে
সারা বিশ্ব থেকে যে-কেউ এই আধুনিক উড়ন্ত বাইকের অর্ডার দিতে পারবেন, তবে এক্ষেত্রে আপনাকে গুণতে হবে বিশাল অংকের অর্থ! ২০১৭ সাল নাগাদ আপনি আপনার অর্ডার করা বাইক হাতে পেয়ে যাবেন। এর জন্য আপনাকে যা করতে হবে এরো-এক্স প্রি অর্ডারে গিয়ে এর অর্ডার করতে হবে। এর জন্য প্রয়োজন হবে ৮৫ হাজার ডলার। তার সাথে দিতে হবে ৫ হাজার ডলার ফেরতযোগ্য ডিপোজিট।
সূত্রঃ এক্সট্রিমটেক