দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পূর্ব সুন্দরবনে আগুন লেগে প্রায় ৩ একর বন পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার বেলা ৫টার দিকে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
জানা যায়, বিকাল ৫ টার দিকে বনজীবিরা গাছপালায় আগুন জ্বলতে দেখেন। সুন্দরবন পূর্ব বিভাগের চাদপাই রেঞ্জের গুলিশাখালী ক্যাম্পের মাত্র ৩ কিলোমিটার দূরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভানো শুরু করেন। কিন্তু এতো বিশাল আগুনের লেলিহান শিখা ক্রমেই গ্রাস করতে তাকে বিশাল এই বনরাশিকে। আগুনের লেলিহান শিখা বাতাসের সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ছে।
এই আগুনে বন বিভাগের গুলিশাখালী এলাকার অন্তত ৩ একর বন পুড়ে গেছে বলে ধারণা করছে বন বিভাগ। বনের মধ্যে ফায়ার লেন কেটে বন বিভাগ আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে বলে সংবাদ সূত্রে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা সম্ভব হয়নি।