দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চাঞ্চল্যকর নারায়ণগঞ্জ সেভেন মার্ডার ঘটনা গত কয়েকদিন ধরেই যেনো একটু স্থিমিত হয়েছে বলে মনে করা হচ্ছে। র্যাবের ৩ কর্মকর্তাকে রিমান্ডে নেওয়া ছাড়া তেমন কোনো অগ্রগতি চোখে পড়ছে না। এমন এক পরিস্থিতিতে গতকাল নূর হোসেনকে ধরতে ইন্টারপোলে রেড ওয়ারেন্ট জারি করেছে।
সংবাদ মাধ্যম জানিয়েছে, ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল গতকাল মঙ্গলবার বিকেলে তাদের ওয়ানটেড পারসনের রেড ওয়ারেন্ট পাতায় নূর হোসেনের নাম সংযুক্ত করেছে। রেড ওয়ারেন্টভুক্ত করার জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ ২২ মে পুলিশ সদর দফতরকে চিঠি দেয়। পুলিশ সদর দফতর পরে রেড ওয়ারেন্টের জন্য ইন্টারপোলকে চিঠি দেয়। চাঞ্চল্যকর নারায়ণগঞ্জ সেভেন মার্ডার ঘটনার প্রধান আসামী নূর হোসেন বর্তমানে ভারতে লুকিয়ে আছে সেটি নিশ্চিত হয়েছে র্যাব।
ইন্টারপোলের ওয়ারেন্ট পাতায় নূর হোসেনের জন্ম তারিখ ১০ জানুয়ারী ১৯৬০ সাল। জন্মস্থান নারায়ণগঞ্জ। উচ্চতা ১.৬১ মিটার। তার ওজন ৬২ কেজি। চুলের রঙ রঙিন। তার বিরুদ্ধে খুন-অপহরণ, অন্যায়ভাবে গুম, অপরাধ গ্রুপের সাথে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো নূর হোসেনের বিরুদ্ধে রেড ওয়ারেন্ট জারি করলো ইন্টারপোল। ইন্টারপোল ২০০৭ সালের ১২ এপ্রিল নূর হোসেনের বিরুদ্ধে রেড ওয়ারেন্ট জারি করেছিল। সেসময় ইন্টারপোল তাদের নিজস্ব ওয়েব সাইটে নূর হোসেনের বিরুদ্ধে সন্ত্রাস, বিস্ফোরক এবং প্রাণনাশের হুমকিসহ নানা অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ এনেছিল।