The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

iOS 8 এ অসাধারণ সব ফিচার নিয়ে আসছে অ্যাপল

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ স্মার্ট ফোনের অপারেটিং সিস্টেমে অ্যাপলের iOS অত্যন্ত জনপ্রিয়। অনেক বছর যাবত এটি আইফোনের, আইপেড ও আইপড এর মাধ্যমে ঈর্ষনীয় সাফল্য বজায় রেখেছে। ইতিমধ্যে তারা ১০০ মিলিওন iPod টাচ, ২০০ মিলিওন iPad এবং ৫০০ মিলিওন iPhone বিক্রি করেছে। iOS এর গ্রাহক সন্তুষ্টির মাত্রা ৯৭%। তাই সম্প্রতি WWDC ২০১৪ এ অ্যাপল iOS 8 অবমুক্তির ঘোষণা দিয়েছে। চমকে যাওয়ার মত অনেক কিছু থাকছে এতে। চলুন দেখে নিই কি কি নতুন সংযুক্তি থাকছে।


ios-8-download

কন্টিনিউটিঃ

কন্টিনিউটির মাধ্যমে নতুন প্রযুক্তিগুলো iOS এবং OSX এ নিরবিচ্ছিন্নভাবে ইন্টিগ্রেট করা যাবে। এতে হ্যান্ডঅফ নামের একটি নতুন ফিচার যুক্ত হয়েছে যার মাধ্যমে ব্যবহারকারীরা iOS থেকে ম্যাকে এবং ম্যাক থেকে iOS-এ যে কোনো কাজের মধ্যে শিফট হলে আগের অবস্থান থেকে ব্যবহার করতে পারবে। এছাড়াও এয়ারড্রপ সুবিধাটি এখন iOS থেকে OSX এবং OSX থেকে iOS-এ ব্যবহার করা যাবে।

টেক্সট ম্যাসেজ ইন্টিগ্রেশনের মাধ্যমে আইফোন থেকে ম্যাকে টেক্সট ম্যাসেজ পাঠানো যাবে। আইওএস নয় এমন ডিভাইস থেকে টেক্সট ম্যাসেজ পাঠালে আইফোন সেটাকে রিলে করে দেখাবে এবং ম্যাকের আইম্যাসেজ অ্যাপেও সেটা দেখা যাবে। অর্থাৎ সকল ম্যাসেজ ইন্টিগ্রেট করা সকল অ্যাপল ডিভাইসে ছড়িয়ে থাকবে।

এতটুকুতেই শেষ নয়, iOS 8-এ সকল অ্যাপল ডিভাইসে কল ইন্টিগ্রেট হবে । আইফোনে আসা কল ম্যাকে রিসিভ করা যাবে। সেই সাথে ম্যাক থেকেও ফোন করা যাবে অন্য আইফোন ব্যবহারকারীকে।

হেলথকিটঃ

cqwmhcgv9motut68ahue
iOS 8 এর আলোচিত নতুন সংযোজন অ্যাপল হেলথকিট। এর মাধ্যমে ব্যক্তিগত হেলথ ডেটার কেন্দ্রীয় ডেটাবেসের সাথে অ্যাপ্লিকেশন লিঙ্কড করা যাবে। স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন টেস্ট রেজাল্ট এতে প্রাইভেট মোডে সংরক্ষণ এবং সেই ডেটা বিভিন্ন ডাক্তারের কাছে এবং হসপিটালে তথ্য দেয়ার সময় ব্যবহার করা যাবে।

ক্যামেরা ফিচারঃ

অ্যাপলের নিজস্ব ক্যামেরায় যুক্ত হচ্ছে অনেক নতুন ফাংশন। এতে থাকবে ল্যাপস ফটোগ্রাফি। তবে মূল আকর্ষণ, নতুন ক্যামেরা অ্যাপ্লিকেশন থার্ড পার্টি অ্যাপ সমর্থন করবে। এতে নিজ নিজ ক্যামেরা ইচ্ছা মত সাজানো যাবে।

নতুন কী-বোর্ডঃ

img_0129
এবার অ্যাপল তাদের কী-বোর্ড সম্পূর্ণ নতুনভাবে সাজাচ্ছে। এই কী-বোর্ড সাপোর্ট করবে কনটেক্সট-সেনসিটিভ প্রিডিক্টিভ টাইপিং। টাইপিং এর সময় ওয়ার্ড লিস্ট প্রদর্শন করানো হবে যা থেকে বাছাই করে শব্দ নির্বাচন করা যাবে। মজার ব্যাপার হচ্ছে লিখা থেকেই এটি শিখে নিবে ভবিষ্যতে কী লিখা হবে। এটা এতটাই সেনসিটিভ হবে যে, এক এক জনের সাথে টেক্সটিং এর সময় এক এক রকম আচরণ করবে, যেমনটা ইউজার করবে।

ফট‌ো অ্যাপঃ

ছবি এডিট করার জন্য থাকছে ফট‌ো অ্যাপ। বুড়ো আঙ্গুল দিয়েই সব কাজ করা যাবে এতে। শ্যাডো যোগ এবং ছবি হাইলাইট করার অপশন সহ অনেক ফিচার যুক্ত হয়েছে।

নতুন নোটিফিকেশনঃ

afrxy6murak1roygqj09
নোটিফিকেশন আরো সুবিধাজনক করা হয়েছে। যুক্ত করা হয়েছে চমৎকার ফিচার। এখন থেকে নোটিফিকেশন আসলে সেটার উত্তর দেয়ার জন্য চলমান অ্যাপটি বন্ধ করার প্রয়োজন হবে না। এমনকি লক স্ক্রিণ থেকেও উত্তর দেওয়া যাবে নোটিফিকেশনের।

ম্যাসেজঃ

গ্রুপ ম্যাসেজিং উন্নত করা হয়েছে। এখানে থ্রেড এর নামকরণ করা যাবে। কাওকে যুক্ত বা বাদ দেওয়া যাবে। এছাড়া লোকেশন শেয়ার করা যাবে।

আইম্যাসেজ আপডেটঃ

আইম্যাসেজে যোগ হয়েছে ট্যাপ টু টক এবং ট্যাপ টু শুট ভিডিও অপশন। এছাড়া থাকবে সেলফ ডেস্ট্রাক্ট মোড। এর মাধ্যমে নির্দিষ্ট সময় পর কনভারসেশন স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

আইক্লাউড ড্রাইভঃ

আইক্লাউডের জন্য এটি নতুন স্টোরেজ সিস্টেম। একটি ফোল্ডারের সাথে আইক্লাউডের লিঙ্ক করা থাকবে। এবং সমর্থন করবে iOS ও OSX। অবশ্য আইক্লাউড ফ্রি হবেনা।

ফ্যামিলি শেয়ারিংঃ

চমৎকার এই ফিচারের মাধ্যমে পরিবারের একজন সদস্য যেকোন অ্যাপ একবার ক্রয় করলে অন্যান্য সদস্যের ডিভাইসেও অ্যাপটি ইনস্টল হবে।

সিরিঃ

sgpczdyh8cehuicqnohi
নতুন iOS এ সবসময় চালু থাকবে সিরি। ভয়েস রিকগনিশনের মাধ্যমে চলবে এটি। এর সাথে যুক্ত হয়েছে মিউজিক রিকগনিশন সফটওয়্যার শাজামল।

নতুন থ্রিডি ইঞ্জিনঃ

অ্যাপলের নতুন মেটাল গ্রাফিকস ইঞ্জিন পুরনো থ্রিডি রেন্ডারিং ইঞ্জিনের চেয়ে ১০ গুণ শক্তিশালী হবে। আইওএস এ কনসোল লেভেলের ইঞ্জিন ইন্টিগ্রেট করবে এবং আইপ্যাডে খেলার উপযোগী করা হবে।

iMovie

স্টাইল স্লাইডারের মাধ্যমে কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস বাড়ানো কমানো যাবে।

iPhoto

এটিও উন্নত করা হয়েছে। অ্যাপলের সব ডিভাইসে ছবি সিঙ্ক্রোনাইজ করে রাখা যাবে। সার্স করলে স্মার্ট সাজেশন দিবে। এছাড়া যেকোন ডিভাইস থেকে আইক্লাউডে পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়া যাবে।

*স্ক্রিণে ট্যাপ করলে কন্টাক্ট দেখা যাবে, বার্ড আই ভিউতে ট্যাব দেখা যাবে। লেফট রেল থাকবে বুকমার্ক এবং রিডিং লিস্টের জন্য।

*হোম বাটনে ডাবল ট্যাপ করলে পছন্দের কন্টাক্ট দেখা যাবে। অনেকটা ফেসবুক ম্যাসেঞ্জারের চ্যাট হেডের মত।

*এতে আরো থাকবে ট্যাব এক্সপ্লোর, অনুসন্ধান, অনুসন্ধান ফলাফল জন্য একটানা স্ক্রল, সংক্রান্ত অনুসন্ধান, একটি এডিটরস চয়েস লোগো এবং অ্যাপ্লিকেশন বান্ডল। যেকোন অ্যাপ্লিকেশন  এখান থেকে খুঁজে ইন্সটল করা যাবে।

চমৎকার এই ফিচারগুলো দেখে এখনই ইন্সটল করতে ইচ্ছা করছে? সম্ভব নয়। এই বছরে অবমুক্ত হবে এটি। কিছুদিন অপেক্ষা করতেই হবে।

সূত্রঃ দিটেকজার্নাল

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali