দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গতকাল বিপুল পরিমাণ রকেট লঞ্চার ও মেশিনগান উদ্ধারের পর আজ হবিগঞ্জের সাতছড়ি থেকে আরও রকেট লঞ্চার ও মেশিনগান উদ্ধার করেছে র্যাব।
জানা যায়, আজ বুধবার ভোররাতে হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান হতে আরও ৮টি রকেট লঞ্চার, ৪টি মেশিনগানসহ অস্ত্র এবং গোলা-বারুদ উদ্ধার করেছে র্যাব।
র্যাব সদস্যরা সোমবার গভীর রাত থেকেই চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান শুরু করে। র্যাব সদস্যরা অভিযানের এক পর্যায়ে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) এর ঘাঁটির সন্ধান পায়।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেলে অন্তত ২০০ রকেট লঞ্চার, মর্টার শেলসহ বিপুল পরিমাণ ভারী অস্ত্র উদ্ধার করে র্যাব। অস্ত্র রাখা ছিল অন্তত ৭টি বাঙ্কারে। মাটির নীচে নুড়ঙ্গ করে এসব বাঙ্কার তৈরি করা হয়েছিল।