দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাত্র দশ বছর বয়সে যুক্তরাষ্ট্রের মাধ্যমিক বিদ্যালয়ের গ্র্যাজুয়েট ডিগ্রি পেলেন তানিশকা আব্রাহাম নামের এক ভারতীয় বংশোদ্ভুত বিস্ময় বালক। সম্প্রতি একটি অনুষ্ঠানের মাধ্যমে এই বালকের হাতে মাধ্যমিক পাসের সনদপত্র তুলে দেওয়া হয়।
তানিশকা আব্রাহাম নামের এই বালক গৃহশিক্ষকের মাধ্যমে শিক্ষা অর্জন করেছেন। যুক্তরাষ্ট্রে এই শিক্ষা ব্যবস্থাকে বলা হয় হোম স্কুল। ক্যালিফোর্নিয়ার স্যাক্রোমেতো শহরে এই বালকটি বসবাস করে। ক্যালিফোর্নিয়ার একটি মিউজিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। মাত্র সাত বছর বয়স থেকে তাকে হোমস্কুলড মাধ্যমিক শিক্ষা দেওয়া শুরু হয়। গত মার্চ মাসে সে কেন্দ্রীয় মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সেখানে বিস্ময়কর ফলাফল অর্জন করে।
সনদপত্রের অনুষ্ঠানে তার এই বিস্ময়কর ফলাফল সম্পর্কে বলে, আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমি এর ফলাফল নিয়ে বেশ চিন্তিত ছিলাম। কিন্তু আমি অনেক চেষ্টা করেছি। এখন আমি খুশি কেননা আমি সফল হয়েছি এবং মাধ্যমিক সনদ অর্জন করতে পেরেছি। তানিশকা আব্রাহাম এর আগে স্কলাস্টিক অ্যাপ্টিচুড টেস্ট বা স্যাট পরীক্ষায় বেশ সাফল্যজনক ফলাফল করেন। তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সে বলে, কয়েকটি সেমিস্টার শেষ করার পর আমি একটি কমিউনিটি কলেজের পাঠ শেষ করতে চাই। কলেজ পাঠ শেষ করে আমার ইচ্ছে একটি বিশ্ববিদ্যালয় থেকে অ্যাসোসিয়েটস ডিগ্রি অর্জন করা।
তানিশকা আব্রাহাম মেডিসিন বিষয়ে পড়াশোনা করতে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার সেইন্ট ডেভিসে ভর্তি হতে আগ্রহী। সে ভবিষ্যতে রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখে। তবে সে নিজের লক্ষ্যের ক্ষেত্রে বিজ্ঞান বিষয়টি বিশেষ করে মেডিক্যাল সাইন্সে একজন বিজ্ঞানী হতে বেশি আগ্রহী।
তথ্যসূত্রঃএবিসিনিউজ