দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বকাপ ২০১৪ আসরের তৃতীয় স্থান নির্বাচনি খেলায় নেদারল্যান্ড ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে। খেলার শুরুতেই ২টি ও খেলার শেষে অতিরিক্ত সময় আরও ১টি গোল করে।
বিশ্বকাপের খেলা ফ্রি সরাসরি দেখুন – Go.DhakaTim.es/FWC14Live
মোবাইলে দেখতে ডাউনলোড করুন ফ্রিতে
Android App – http://goo.gl/zB6BCf
iOS App – http://goo.gl/7iEsvV
Windows Phone – https://thedhakatimes.com/go/
NokiaX – http://store.nokia.com/
এই দুটি দল আজ মুখোমুখি হবে এবারের বিশ্বকাপের তৃতীয় স্থান অধিকার করার লড়াইয়ে। যদিও নেদারল্যান্ডস্ এর কোচ আজকের তৃতীয় স্থান নির্ধারণি খেলা থেকে বিরত থাকার আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু নিয়ম রক্ষায় বাধ্য হয়ে খেলতে হচ্ছে তাদের। আর সেদিক থেকে বলা যায় এক নিরুত্তাপ খেলা হবে আজকের খেলাটি। অপরদিকে ব্রাজিল সেমিফাইনালে জার্মানির সঙ্গে অপমানজনকভাবে হেরে খেলার আগ্রহ তাদেরও নেই। তবে নিয়ম রক্ষার্থে তাদেরও খেলতে হচ্ছে।
তবে একটি জিনিস আর তা হলো ব্রাজিলের মাঠে ব্রাজিলের দর্শকরা এ আসরের শেষ খেলাটি দেখতে আসবেন এটিই স্বাভাবিক। তাই দর্শকদের কমতি থাকবে বলে মনে হয় না। এখন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। শেস বাশির জন্য সকলকেই অপেক্ষা করতে হবে।
ব্রাজিল:
নিকনেম: সেলেকাও
কোচ: লুইস ফিলিপ স্কলারি
অধিনায়ক: থিয়াগো সিলভা
সম্ভাব্য খেলোয়াড়:
জুলিও সিজার, থিয়াগো সিলভা, মার্সেলো, পাউলিনহো, হাল্ক, লুইস গুস্তাভো, দানি আলভেজ, ডেভিড লুইস, অস্কার ও ফ্রেড।
নেদারল্যান্ডস:
নিকনেম: অরেঞ্জি
অধিনায়ক: রবিন ফন পার্সি
কোচ: লুই ফন গাল
সম্ভাব্য খেলোয়াড়:
ইয়েস্পার সিইয়েসেন, ড্যারিল ইয়ানমাত, রন ফার, ব্রুনো মার্টিনস, দালি ব্লাইন্দ, লেরোয় ফিয়ের, জার্মেইন লান্স, নিজেল দি ইয়ং, ওয়েসলি স্নেইডার, আরিয়েন রোবেন, রবিন ফন পার্সি।