দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশী বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন বলেন আমার ব্যক্তিত্ব এবং সত্ত্বাকে কেউ কিনে নিতে চাইলে তা পারবেনা, সম্প্রতি ভারতীয় কালার টিভি তাঁকে বিগবস রিয়্যালিটি শো-তে অংশ নেয়ার অফার দেয়।
আলোচনা চলছে তসলিমা নাসরিনকে কলকাতায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়ার ইঙ্গিত দিয়েছে ভারত সরকার। আর এর মধ্যেই ভারতীয় টেলিভিশনের রিয়েলিটি শোগুলোতে লোভনীয় অফার পেতে শুরু করেছেন তিনি। কালার টিভিতে প্রচারিত বিগ বস রিয়্যালিটি শো বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই অনুষ্ঠান উপস্থাপনা করেছেন আমির খান, সালমান খানদের মত সেলিব্রেটিরা। এখানে টাকার ছড়াছড়ি, হয় নানান উগ্র কাজ কর্ম-ও;
লেখিকা তসলিমা নাসরিন নিজের টুইটারে জানান, ‘কালারস টিভি আমাকে ডেকে বলেছে তারা বিস বসে আমাকে চায়। আমি খুব বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করেছি। পরে তারা বলেছে, এতে বিশ্বের সামনে নিজেকে দেখানোর সুযোগ পাবেন এবং একই সাথে টাকাও পাবেন। তখন আমি খুব রুক্ষ্ণভাবেই তাদের প্রত্যাখ্যান করেছি।’
তার করা টুইট-
Colors tv called.Wants me in Bigg Boss.I politely refused.Said,'u'll get chance2 show urslf 2world&u'll get money'.Then I impolitely refused
— taslima nasreen (@taslimanasreen) August 3, 2014
এদিকে পার্মানেন্ট রেসিডেন্স ভিসা নিয়ে সম্প্রতি ভারত সরকারের সাথে তসলিমা নাসরিনের আবেদন এবং তার বিপরীতে ভিসা বাতিল এসব বিষয় নিয়ে তাসলিমা আবার এশিয়াতে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন।