দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ ৫ দিন পর আজ মুন্সিগঞ্জের পিনাক-৬ লঞ্চডুবির ঘটনায় একজনকে পদ্মার চর থেকে জীবিতক উদ্ধার করা হয়েছে। টিভি সংবাদ মাধ্যম সূত্রে এ খবর পাওয়া গেছে।
৫ দিন অতিবাহিত হলেও ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ এর কোনো সন্ধান এখনও পাওয়া যয়নি। তবে বিভিন্ন জেলা লঞ্চযাত্রীদের মৃতদেহ উদ্ধার করা হয়। আজ হঠাৎ করে পদ্মায় সরোয়ার নামে একজনকে জীবিত উদ্ধার করা হয়। তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি।
সর্বশেষ আপডেট
সর্বশেষ সংবাদে জানা গেছে, সরোয়ারকে জীবিত উদ্ধারের বিষয়টি ছিল একটি সাজানো নাটক। তিনি ২০ হাজার টাকার লোভে জীবিত উদ্ধার অভিনয় করেছেন। পুলিশী হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।