দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেই বিতর্কিত সমাজ কল্যাণমন্ত্রী এবার সাংবাদিকদের ‘বদমাইশ, চরিত্রহীন ও লম্পট’ বললেন! গতকাল তিনি এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এমন মন্তব্য করেন। পরে উপস্থিত সাংবাদিকরা অনুষ্ঠান বয়কট করেন।
সেই বিতর্কিত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এবার সাংবাদিকদের ‘বদমাইশ, চরিত্রহীন ও লম্পট’ বলে গালিগালাজ করেছেন। গতকার শনিবার বিকেল ৩ টায় সিলেট উপজেলা পরিষদ মিলনায়তনে সিলেটে আদিবাসী দিবসের আলোচনা সভায় তিনি এমন একরূপে আবির্ভূত হন। সাংবাদিকদের বিষোদগার করতে গিয়ে মন্ত্রীর অকথ্য গালিগালাজ অনুষ্ঠানে উপস্থিত অন্যদেরও লজ্জিত করেছে। অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা এ সময় বিব্রত বোধ করেন।
মন্ত্রী দম্ভোক্তি করে এ সময় বলেন, ‘সাংবাদিকদের ঠিক করতেই নীতিমালা করা হয়েছে। আমি মন্ত্রিসভার বৈঠকে থাকলে সাংবাদিকদের… (ছাপার অযোগ্য)।
আদিবাসী নেতা গৌরাঙ্গ পাত্রের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্যে দিতে উঠে তিনি বক্তব্যের শুরুতেই পেশাগত দায়িত্বে থাকা সাংবাদিকদের অনুষ্ঠানস্থল ত্যাগ করারও নির্দেশ দেন। এরপর তিনি শুরু করেন অকথ্য ভাষায় গালিগালাজ।
সমাজকল্যাণমন্ত্রী এসময় বলেন, সাংবাদিকদের এমনভাবে সাইজ করা হবে, যাতে ঘরে গিয়ে স্ত্রীর কাছেও শান্তিতে ঘুমাতে না পারে। তিনি সাংবাদিকদের ‘বদমাইশ, চরিত্রহীন, লম্পট’ বলেও গালি দেন।
অনুষ্ঠানে সেই ভিডিও দেখুন
এমন বক্তব্যের পর উপস্থিত সাংবাদিকরা মন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ জানালে এক পর্যায়ে অনুষ্ঠানস্থলে বেশ হট্টগোল শুরু হয়। এ সময় সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান ও মহিলা সংসদ সদস্য কেয়া চৌধুরী উপস্থিত সাংবাদিকদের কাছে করজোড়ে ক্ষমাও চান। এরপরও মন্ত্রী তার অশালীন বক্তব্য অব্যাহত রাখলে সাংবাদিকরা অনুষ্ঠান বয়কট করে সভাস্থল থেকে বেরিয়ে আসেন।
উল্লেখ্য, এই সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী ইতিপূর্বে শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানে প্রকাশ্যে ধুমপান করেন। সেটি ছবিসহ সাংবাদিকরা প্রকাশ করলে পরে তিনি বিষয়টির জন্য ক্ষমা চান। এরপর থেকেই তিনি সাংবাদিকদের ওপর চরমভাবে ক্ষিপ্ত।