দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভালবাসার সঠিক কোন পরিমাপক নেই কিন্তু সেই ভালবাসার এমন কিছু অনুভুতিময় কাজ রয়েছে যা ছেলেদের কাছে হয়তো একেবারেই কিছু না কিন্তু একটি মেয়ের দৃষ্টিতে তাই অসাধারণ। কবিদের দৃষ্টিতে ভালবাসা পেতে হলে নাকি ভালবাসাকে জানতে হয়। তবে চলুন ভালবাসার ছোট্ট কিছু কাজের কথা সম্পর্কে জেনে নেওয়া যাক।
১. ভালবাসার চুম্বন
আপনার স্ত্রীকে দেওয়া চুম্বনটি অবশ্যই হবে ভালবাসার চুম্বন হবে সেটাই স্বাভাবিক। এছাড়াও এই চুম্বনটি হবে অতি আন্তরিক। কিন্তু তার মধ্যে কতটুকু রোমান্টিকতা ছিল তাও কিন্তু দেখার বিষয়। পিছন থেকে হঠাৎ জড়িয়ে ধরে আপনার স্ত্রীকে আরো কাছে টানুন। দুহাত দিয়ে তার মুখটি আগলে নিন। একদৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে থাকুন। তার চোখ দিয়ে ভেতরটা অনুভব করুন। দেখবেন আপনার স্ত্রীও আপনার ভেতরটা অনুভব করছেন।
২. চুল নিয়ে খেলা করুন
আপনি হয়তো মাঝরাতে জেগে উঠলেন ঘুম আসছে না। আপনার স্ত্রী আপনাকে এইক্ষেত্রে সবসময় ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। একদিন একটু ভিন্নতা আনুন, আপনি তার মাথায় হাত বুলিয়ে দিন। তার চুলগুলোতে বিলি কেটে দিন। দেখবেন আপনারই ভালো লাগছে। আবার ধরা যাক শুয়ে আছেন আপনার স্ত্রীর চুল এসে পড়লো আপনার মুখে। ঝাড়া দিয়ে না সরিয়ে একটু মজা করুন, ফু দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করুন।
৩. আবেগময় পরিবেশ তৈরি করুন
আপনারদের নিজেদের একা সময়ে কথার মাঝে তার সামনে হাঁটু গেড়ে বসুন। নিচ থেকে তার দিকে তাকিয়ে কথা বলুন। একটি রোমান্টিক আবহ তৈরি করুন। বিশ্বাস করুন আর নাই করুন স্ত্রীর সাথে ঝগড়ার পর তার রাগ ভাঙ্গানোর জন্য তার এভাবে বসে রাগ ভাঙ্গানোর চেষ্টা করুন দেখবেন কত দ্রুত তার রাগ ভেঙ্গে যাচ্ছে।
৪. ভিড়ের মাঝে আগলে রাখুন
শপিং গিয়েছেন হয়তো প্রচণ্ড ভীড়ের মাঝে পড়েছেন। আপনার স্ত্রীকে আগলে ধরে রাখুন তার চলার পথটি যতটা সম্ভব ভীড়মুক্ত রাখার চেষ্টা করুন। কে কি ভাবলো তা নিয়ে দুশ্চিন্তা করবেন না, আপনার স্ত্রী কি ভাবলো তাই দেখুন। এটা থেকে সে বুঝবে জীবনের সকল পরিস্থিতিতে আপনি তার পাশে রয়েছেন।
৫. ছোট্ট উপহার
মনে করা যাক বর্ষার বৃষ্টিতে বাসায় আসলেন। হাতে একরাশ কদম ফুল। রাস্তায় দেখলেন সুন্দর লাগলো তাই নিয়ে চলে এসেছেন বলুন তাকে। তিনি হয়তো একটি মেকি রাগ করবেন। কিন্তু মনে মনে তিনি অনেক খুশি হবেন। ভালোবাসার মানুষটিকে খুব বড় কোন উপহার দিতে হবে এমন কোন কথা নেই। ভালবেসে যে উপহারই দিবেন তাই তার কাছে অনেক বড় উপহার হবে।