দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সৃষ্টিকর্তার খেলা বোঝা বড় ভার। নিয়মের বাইরেও তাইতো মাঝে-মধ্যেই ঘটে নানান ঘটনা। এমনই একটি ঘটনার খবর তা হলো, তিন শিং আর তিন চোখের গরু!
ঘটনাটি রাজশাহীর পবা উপজেলার চর মাজারদিয়াড় এলাকার। গত বুধবার সকালে ষাঁড়টি নগরীর বুলনপুর এলাকায় আসে। নৌকা থেকে নামতেই সবার চক্ষু চড়ক গাছ! আর তাই উৎসুক মানুষের ভিড়ও জমতে থাকে ষাঁড়টিকে ঘিরে। ষাঁড়টিকে দেখে অবাক হন সবাই। কারণ হলো ষাড়টির মাথায় তিন শিং ও তিনটি চোখ রয়েছে।
ঘটনাটি শুনে প্রথমে কেও বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু বাস্তবে দেখে সবাই হতবাক হয়ে যান।! ষাঁড়টির মালিক আসার আলী। মানুষের ভিড়ের কারণে রীতিমতো ক্ষেপে উঠেছে ওই ষাঁড়টি। ষাঁড়টিকে থামাতে আসার আলীকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে।
আসার আলী জানান, ষাঁড়টির বয়স এখন ৪ বছর। ষাঁড়টির বয়স বাড়ার পর স্বাভাবিকভাবেই দুইটি শিং দেখা যায়। এরপরে ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। ষাঁড়টির দুই শিং এর মাঝখানে আরও একটি শিং ওঠে । সেই সঙ্গে কপালেও আরও একটি চোখ ফুটে ওঠে। তবে কপালের চোখটি অনেক ছোট।
ওই ষাঁড়টিকে রাজশাহী শহীদ এএইচএম কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যোনে দেওয়ার প্রক্রিয়া চলছে। রাজশাহী সিটি করপোরেশনের সঙ্গে এ বিষয়ে কথা চলছে বলে জানালেন আসার আলী।