দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সারাদেশের বন্যা পরিস্থিতি অপরিবর্তিয় রয়েছে। এদিকে রাজধানীতে বন্যার পানি ঢুকতে শুরু করেছে। গতকাল সোমবার দুপুরের দিকে একটি সংযোগ সড়ক ভেঙে নগরীর বাসাবোর মাদারটেকে শেখের জায়গা এলাকায় পাশের বালু নদের পানি ঢুকে পড়েছে।
সারাদেশের বন্যার পানি বিপদ সীমার উপর প্রভাহিত হচ্ছে। নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। সারাদেশের বন্যা পরিস্থিতির পর এবার রাজধানীতে ঢুকতে শুরু করেছে বন্যার পানি। গতকাল সোমবার দুপুরের দিকে হঠাৎ করেই একটি সংযোগ সড়ক ভেঙে নগরীর বাসাবোর মাদারটেকে শেখের জায়গা এলাকায় বন্যার পানি ঢুকে পড়ে। এরপর সন্ধ্যার দিকে নদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছায়। এতে ওই এলাকার প্রায় ৩ হাজার পরিবার আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন। এদিকে রাত্রী পর্যন্ত ভেঙ্গে যাওয়া সংযোগ সড়কটি মেরামতের কোন উদ্যোগ নেওয়া হয়নি বলে জানাগেছে। আগামী ৭২ ঘন্টায় ঢাকা শহর সংলগ্ন নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে বলে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে।
জানা গেছে, শেখের জায়গা এলাকায় সংযোগ সড়ক ভেঙে প্রবলগতিতে পানি ঢুকছে। দ্রুত সংযোগ সড়কটি মেরামত করা না হলে পুরো মাদারটেক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, বেলা দেড়টার দিকে বালু নদের পানির তোড়ে এই সংযোগ রাস্তাটি ভেঙ্গে যায়। পানি তোড়ে এলাকার মাছের ঘের ভেসে যাচ্ছে। বর্তমানে ওই এলাকার বাসিন্দারা চরম আতঙ্কে রয়েছেন।