দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাজধানীর কমলাপুর হতে আইএসআইএস’র কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের বংশোদ্ভূত ওই বৃটিশ নাগরিক গোপনে প্রচারণা চালিয়ে কর্মী সংগ্রহের চেষ্টা চালাচ্ছিলেন।
জানা যায়, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস)-এর সম্পৃক্ততা রয়েছে এমন বাংলাদেশের বংশোদ্ভূত এক বৃটিশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর কমলাপুর হতে গতকাল রবিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রাফিউন রহমান ওরফে ইবনে হামদুন।
ঢাকা মেট্টো পলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখা সূত্রে জানা যায়, কয়েকদিন আগেই রাফিউন রহমান লন্ডন হতে বাংলাদেশে আসেন। এরপর থেকে তিনি আইএসআইএস’র পক্ষে গোপনে বিভিন্নভাবে প্রচারণা চালিয়ে কর্মী সংগ্রহের চেষ্টা চালাচ্ছিলেন। পূর্বে আইএসআইএস সংগঠনের কয়েকজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার রাতে কমলাপুর এলাকা হতে রাফিউনকে গ্রেফতার করে ডিবি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।