দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গতকাল বুধবার সৌদি আরবের মক্কায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ২ বাংলাদেশী আহত হয়েছেন।
![সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনা: ৫ বাংলাদেশী নিহত [ভিডিও] 1 Mecca Saudi Arabia accidents](https://thedhakatimes.com/wp-content/uploads/2014/10/Mecca-Saudi-Arabia-accidents-600x360.jpg)
জানা যায়, সৌদি আরবের মক্কায় অবস্থানরত বাংলাদেশীরা কাজে যাওয়ার সময় এই দুর্ঘটনায় পতিত হন। এই দুর্ঘটনায় ৫ বাংলাদেশীর মৃত্যু ঘটে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে মক্কার যাবেল নুর নামক স্থানে এই দুর্ঘটনার ঘটনাটি ঘটে।
নিহতরা বাংলাদেশের কক্সবাজারের ঈদগাঁও এলাকার বাসিন্দা। তবে তাদের পিতার নাম জানা যায়নি। নিহতরা হলেন: গাড়িচালক আইয়ুব, নাজিম হোসেন, মো: আলম, শরিফ ও মনসুর। এই দুর্ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। তারা হলেন- জয়নাল ও ইসলাম। আহতদের অবস্থাও গুরুতর।
দুর্ঘটনার পর তোলা ভিডিও দেখুন
http://www.youtube.com/watch?v=n81RShF29aU